ভোপাল: সাম্প্রতিক ভয়াবহ বর্ষণে বিপুল ক্ষয়ক্ষতি হওয়া মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারা কেন্দ্রীয় সাহায্যের দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজধানীর সরকারি বাসভবনের বাইরে ধরনায় বসার সিদ্ধান্ত নিলেন। কংগ্রেসের দাবি, কেন্দ্রকে এখনই বর্ষণকবলিত রাজ্যকে ৩২১৭১ কোটি টাকা দিতে হবে। কংগ্রেস বিধায়ক, তথা অবস্থান-ধরনার নেতৃত্ব দিতে চলা আরিফ মাসুদ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে কংগ্রেসের প্রতিনিধিদল এই দাবিতে একটি স্মারকলিপি দেবে বলেও জানান তিনি।
ভোপালের বিধায়ক মাসুদের অভিযোগ, এবারের বর্ষার মরসুমে অতিবর্ষণ, বন্যায় প্রভূত ক্ষতি হলেও কেন্দ্রের নরেন্দ্র মোদির এনডিএ সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এখনও মধ্যপ্রদেশের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে নানা খাতে ৩২,১৭১ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ অনুমোদন করেনি, তার প্রতি বৈষম্য করছে। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের খুব প্রয়োজন অর্থের।
রাজ্য সরকার বন্যাপীড়িত রাজ্যবাসীর ত্রাণ, পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় বাড়তি তহবিলের সংস্থান চেয়ে কেন্দ্রকে ইতিমধ্যেই অবহিত করেছে বলেও জানান মাসুদ।
মধ্যপ্রদেশে অতিবৃষ্টি, বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৩২১৭১ কোটি চেয়ে মোদির বাসভবনের বাইরে বৃহস্পতিবার ধরনা কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 02:05 PM (IST)
ভোপালের বিধায়ক মাসুদের অভিযোগ, এবারের বর্ষার মরসুমে অতিবর্ষণ, বন্যায় প্রভূত ক্ষতি হলেও কেন্দ্রের নরেন্দ্র মোদির এনডিএ সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এখনও মধ্যপ্রদেশের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে নানা খাতে ৩২,১৭১ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ অনুমোদন করেনি, তার প্রতি বৈষম্য করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -