ভোপাল: ভুল করে বিয়ারের বোতলে রাখা অ্যাসিড খেয়ে মারা গেলেন এক প্রৌঢ়। ঘটনাস্থল ভোপাল।


খবরে প্রকাশ, সোমবার সুরেশ সজলকর নামে ওই ব্যক্তি বাড়িতে ছিলেন। বাড়িতে বিয়ারের বোতলে রাখা ছিল অ্যাসিড। নেশায় আসক্ত সুরেশ মরিয়া হয়ে বিয়ার ভেবে অ্যাসিড ঢেলে দেন গলায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার তিনি মারা যান।


গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। সেই থেকে বন্ধ মধ্যপ্রদেশের সব মদের দোকান। মঙ্গলবারই, লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শিবরাজ চৌহানের নেতৃত্বাধীন সরকার সূত্রে খবর, আগামী ২০ তারিখ থেকে রাজ্যের মদের দোকানগুলি খুলতে পারে।


এই খবরে, আশার আলো দেখছেন সেখানকার সুরাপ্রেমীরা, যাঁদের একজন বলেন, আশা করি ২০ তারিখ মদের দোকান ও বিয়ার বারগুলি খুলবে।