নয়াদিল্লি: দেশজুড়ে চলছে লকডাউন। বাইরে বেরনো মানা। বাড়িতে আটকে আছেন বহু ছাত্রছাত্রীই। পড়াশুনাও বন্ধ! তাই কীভাবে কাটবে সময়, এই নিয়েই চিন্তায় মানুষ। লকডাউনের এই সময়টা কাজে লাগানোর জন্য হাভার্ড ইউনিভার্সিটি আনল এক দারুণ সুযোগ। অনলাইনে নানারকম কোর্স চালু করল এই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়।
হাভার্ডের তালিকায় আছে ৬৭টি অনলাইন কোর্স। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই এই কোর্সের জন্য আবেদন করা যাবে। নিজের পছন্দ মতো বিষয় পড়তে সিভি জমা করতে হবে। লাগবে না কোনও এনরোলমেন্ট ফি। এই কোর্সগুলির সময়সীমা ১২ সপ্তাহ পর্যন্ত। ৬ সপ্তাহের কোর্সও আছে। বিষদে জানতে ও আবেদন করতে লগ ইন করতে হবে
https://online-learning.harvard.edu/