Vivo X90 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ২৬ এপ্রিল এই দুই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন আসতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোন কেনা যাবে। গতবছর অর্থাৎ ২০২২ সালে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। ভিভো এক্স৯০ সিরিজের আরও একটি মডেল রয়েছে, ভিভো এক্স৯০ প্লাস (Vivo X90 Plus)। চিনে এবং গ্লোবাল মার্কেটে এই ফোন খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


ভিভো এক্স৯০ সিরিজের ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে


ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোন ইতিমধ্যেই হাজির হয়েছে। সেখানে এই ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। কালো রঙে রঙে লঞ্চ হতে পারে এই দুই ফোন। ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলে থাকতে চলেছে লেদার ফিনিশ। এছাড়াও থাকবে একটি বড় আকার-আয়তনের গোলাকার ক্যামেরা মডিউল। সেখানে মোট তিনটি লেন্স থাকতে চলেছে এবং সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বোঝা যাচ্ছে। ZEISS ব্র্যান্ডের ক্যামেরা সেনসর, লেন্স থাকার কথা রয়েছে ভিভো এক্স৯০ সিরিজের ফোনে। চিনে এবং গ্লোবাল মার্কেটে ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। অনুমান, ভারতীয় ভ্যারিয়েন্টে চিন এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের মতোই ফিচার এবং ডিজাইন থাকতে চলেছে। 


ভিভো এক্স৯০ প্লাস


ভিভো এক্স৯০ সিরিজে যুক্ত হতে চলেছে এই নতুন ফোন। জানা গিয়েছে, এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ সিরিজের প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম থাকতে পারে। এই ফোনে ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। জুন বা জুলাই মাসে ভিভো এক্স৯০ প্লাস ফোন চিনে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। 


Realme 11 Series: রিয়েলমি ১১ সিরিজের (Realme 11 Series) স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই সিরিজের স্মার্টফোন কবে ভারতে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)- এর ওয়েবসাইটে দুটো রিয়েলমি ফোনের নাম দেখা গিয়েছে। একটি হল রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro)। অন্যটি বেস মডেল রিয়েলমি ১১ (Realme 11) স্মার্টফোন। এর থেকেই অনুমান করা হচ্ছে রিয়েলমি ১১ সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। রিয়েলমি ১০ সিরিজ গতবছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। তার সাকসেসর হিসেবে রিয়েলমি ১১ সিরিজ লঞ্চ হতে চলেছে। 


আরও পড়ুন- Facebook-এর কাছে রয়েছে আপনার পাওনা টাকা ! কীভাবে দাবি করবেন ?