মিসেস সিরিয়াল কিলার এমন এক স্ত্রীর গল্প, যে খুনের আসামী স্বামীকে বাঁচাতে সব কিছু করতে প্রস্তুত। ছবি সম্পর্কে বলা হয়েছে, একের পর এক চমকে দেওয়া খুনের অভিযোগে এক চিকিৎসকের যখন জেল হয়, তখন তাঁর স্ত্রী এগিয়ে আসেন, সেভাবেই একের পর এক অপরাধ করে স্বামীকে দায়মুক্ত করতে। এই চরিত্রে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া দেখা যাবে মনোজ বাজপেয়ীর মত অভিনেতাকে।
মিসেস সিরিয়াল কিলার পরিচালনা করছেন শিরিষ কুন্দর। দেখুন ছবির ট্রেলার