আগ্রা: আগ্রার মুঘল মিউজিয়ামের নাম বদলে দিল উত্তর প্রদেশ সরকার। এখন থেকে ওই মিউজিয়ামের নাম ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্ত নিয়েছেন।
আদিত্যনাথ বলেছেন, যে সব জিনিসপত্র দেশের গৌরব, সেগুলিকে তুলে ধরা উচিত, দাস মনোবৃত্তি নয়। মুঘলরা ভারতীয়দের নায়ক হতে পারে না, শিবাজি মহারাজ আমাদের নায়ক।
আগ্রার সঙ্গে ছত্রপতি শিবাজি মহারাজের সম্পর্কিত তথ্য মিউজিয়ামের গ্যালারিতে তুলে ধরা হবে।
২০১৬ সালে তাজ মহলের কাছে শিল্পগ্রামে এই মিউজিয়াম নির্মাণ শুরু হয়। তাজ মহলের পূর্বদিকের দরজা থেকে ১ কিলোমিটারের মত দূরে এই মিউজিয়াম। এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ডেভিড শিপারফিল্ড আর্কিটেক্টস ও নয়ডার স্টুডিও আর্কোম এর কাজ করছে। তৈরি করতে খরচ পড়ছে ১৪০ কোটি টাকা।