ঢাকা : চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারিকে কেন্দ্র করে এবার চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হিন্দুরা প্রতিবাদে গর্জে উঠেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে কি ব্যবস্থা নেবে মহম্মদ ইউনূসের সরকার ? যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাঁর সরকারের আমলেই এতো অশান্তি, হানাহানি। আর তিনি কেন মুখ বুজে রয়েছেন ? কোথায় সেই ছাত্র নেতারা, যারা আজ ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন ? কেন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না তাঁদের ? এরকম নানা প্রশ্নের মুখে এবার মুখ বাঁচাতে ময়দানে নেমে পড়ল ইউনূস সরকার। তাদের দাবি, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারা বদ্ধ-পরিকর।  


গতকাল বিকাল সাড়ে ৪টে নাগাগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে। তাঁকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এদিন তাঁকে চট্টগ্রামে ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক কাজি শরিফুল ইসালামের এজলাসে হাজির করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ তাঁকে আদালতে তোলা হয়। হিন্দু নেতার জামিনের আবেদন মঞ্জুর না করে তাঁকে জেলে পাঠান বিচারক। ঘটনার তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবারই বিবৃতি জারি করে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং তাঁর জামিন মঞ্জুর না হওয়াকে "গভীর উদ্বেগের" বিষয় বলে বর্ণনা করে বিদেশমন্ত্রক।


এদিকে ISKCON-এর সন্ন্যাসীর মুক্তির দাবিতে বাংলাদেশে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা, মিছিলের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা। এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক আছে, এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গেও এই ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ইতিমধ্যেই এই বিষয়ে সীমান্তে অবরোধের ডাক দেওয়ার পাশাপাশি এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।