ঢাকা: দেশের ইতিউতি এখনও অশান্তি, হিংসা চলছে। সেই আবহেই ঢাকা পৌঁছলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধান হিসেবে শপথগ্রহণের কথা তাঁর। সেই মতো দুপুর ২টো বেজে ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইউনূস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেনাবিাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-রহমান। ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। (Muhammad Yunus Bangladesh)


দেশে ফিরে আইন-শৃঙ্খলা রক্ষার বার্তা দেন ইউনূস। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাই প্রথম কাজ তাঁর। কোথাও, কারও উপর হামলার ঘটনা যাতে না ঘটে, আর্জি জানিয়েছেন। দেশের মানুষকে তাঁর উপর বিশ্বাস রাখতে অনুরোধ জানান ইউনূস। এদিন ফের ছাত্র আন্দোলনকে 'দ্বিতীয় স্বাধীনতা' বলে উল্লেখ করেন তিনি। জানান, এই অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। (Muhammad Yunus Oath)


এদিন ইউনূস জানান, দেশের তরুণ সমাজ বিপ্লব ঘটিয়েছে। দেশে নতুন বিজয় দিবসের সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে যাঁরা রক্ষা করেছেন, নবজীবন দিয়েছেন, সেই ছাত্রছাত্রীদের কাছে তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন। ছাত্র বিক্ষোভ চলাকালীন নিহত আবু সইদের কথা স্মরণ করে এদিন চোখের জলও ফেলেন ইউনূস। এই 'কষ্টার্জিত স্বাধীনতাকে'র রক্ষা করতে সকলে আর্জি জানান তিনি। 


লাগাতার বাংলাদেশ থেকে যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা সামনে আসছে, সেই নিয়েও এদিন বার্তা দেন ইউনূস। তাঁর মতে, গোটা বাংলাদেশ একটি পরিবার। পরিবারের সকলকে রক্ষা করাই পরস্পরের কর্তব্য। তাই হিংসা, বিশৃঙ্খলা রুখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, আজ রাতেই শপথ নেবেন ইউনূস। তবে প্রধানমন্ত্রী হিসেবে নাকি অন্য কোনও পদে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানিয়েছে, সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সামনে ২১টি গাড়ি রয়েছে। একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে, যা প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। ওই গাড়িতে চেপেই ইউনূস শপথ নিতে যেতে পারেন বলে জল্পনা।


সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন, গণ আন্দোলনে পরিণত হলে, গত সোমবার বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দিল্লিতে এসে নামেন সরাসরি। সেই থেকে সরকার-বিহীন হয়ে রয়েছে বাংলাদেশ। এখনও পর্যন্ত যা খবর, ইউনূসকে মাথায় রেখে ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে দেশে। 


আরও পড়ুন: Japan Earthquake: চোখের সামনে দুলছে সবকিছু, তীব্র ভূমিকম্প জাপানে, জারি হল সুনামি সতর্কতা