মহারাষ্ট্র সরকারের সার্কুলারে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র, রাজ্য সরকারের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির ওপর জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রেখেই চলতি বছর মাতাম (শোক মিছিল) বের করার অনুমতি দেওয়া হবে না। মুসলিমরা লকডাউন পর্বে পালিত অন্যান্য কর্মসূচির মতো মহরমও পালন করুন ঘরে থেকেই। একসঙ্গে শোক পালনের জন্য় জমায়েত করা উচিত নয়, মজলিস (সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান) কর্মসূচি পালন করা উচিত নিয়মবিধি মেনে অনলাইনে। তাজিয়া বের করার অনুমতিও দেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। বলেছে, স্টল বসাতে গেলেও স্থানীয় প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে, একসঙ্গে সেখানে দুজনের বেশি লোকের জমায়েতও চলবে না। স্টল থেকে সিল করা বোতলে জল বিলি করে হবে সামাজিক দূরত্ববিধি মেনে। মহরমের কোনও অনুষ্ঠানেই চারজনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে মহরম আয়োজকদের রক্ত ও প্লাজমা দানের মতো শিবিরের আয়োজন করার আবেদনও করেছে রাজ্য সরকার।
কোভিড-১৯ মোকাবিলায় সরকারি গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলা সবার ক্ষেত্রেই বাধ্যতামূলক, বলা হয়েছে সার্কুলারে।