মুম্বই: মহরম পালন করুন অনাড়ম্বর মেজাজে। কোভিড-১৯ অতিমারী সংক্রমণের পরিপ্রেক্ষিতে জাঁকজমকবর্জিত মহরম পালনের আহ্বান জানিয়ে সার্কুলার দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি মহরমের মিছিল, শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন। কারবালার লড়াইয়ে হজরত ইমাম হুসেনের বলিদানে শোকপ্রকাশ, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় দিনটি। ইসলামি ক্যালেন্ডারের প্রথম ও পবিত্রতম মাসগুলির অন্যতম এটি।
মহারাষ্ট্র সরকারের সার্কুলারে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র, রাজ্য সরকারের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির ওপর জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রেখেই চলতি বছর মাতাম (শোক মিছিল) বের করার অনুমতি দেওয়া হবে না। মুসলিমরা লকডাউন পর্বে পালিত অন্যান্য কর্মসূচির মতো মহরমও পালন করুন ঘরে থেকেই। একসঙ্গে শোক পালনের জন্য় জমায়েত করা উচিত নয়, মজলিস (সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান) কর্মসূচি পালন করা উচিত নিয়মবিধি মেনে অনলাইনে। তাজিয়া বের করার অনুমতিও দেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। বলেছে, স্টল বসাতে গেলেও স্থানীয় প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে, একসঙ্গে সেখানে দুজনের বেশি লোকের জমায়েতও চলবে না। স্টল থেকে সিল করা বোতলে জল বিলি করে হবে সামাজিক দূরত্ববিধি মেনে। মহরমের কোনও অনুষ্ঠানেই চারজনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে মহরম আয়োজকদের রক্ত ও প্লাজমা দানের মতো শিবিরের আয়োজন করার আবেদনও করেছে রাজ্য সরকার।
কোভিড-১৯ মোকাবিলায় সরকারি গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলা সবার ক্ষেত্রেই বাধ্যতামূলক, বলা হয়েছে সার্কুলারে।
কোভিড-১৯: মহরমে আড়ম্বর নয়, শোভাযাত্রার অনুমতি দিচ্ছে না মহারাষ্ট্র প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2020 06:33 PM (IST)
Muharram Celebrations in Maharashtra: মহারাষ্ট্র সরকারের সার্কুলারে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাস প্রতিরোধে কেন্দ্র, রাজ্য সরকারের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচির ওপর জারি করা নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রেখেই চলতি বছর মাতাম (শোক মিছিল) বের করার অনুমতি দেওয়া হবে না। মুসলিমরা লকডাউন পর্বে পালিত অন্যান্য কর্মসূচির মতো মহরমও পালন করুন ঘরে থেকেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -