নয়াদিল্লি: কথায় বলে অহি-নকুল সম্পর্ক!  সাপ ও বেজির জাত শত্রুতার কথা কারুর অজানা নয়। মুখোমুখি হলেই  রক্তক্ষয়ী সংঘর্ষ। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় বেজি ও সাপের মধ্য ভয়ানক লড়াই বেঁধে যায়। প্রথমে সাপটি বেজির ওপর আক্রমণ চালায়। পাল্টা জবাব দেয় বেজি। সাপের ওপর তীব্র হামলা শুরু করে। প্রথমে সাপের লেজে আঘাত হানে। পরে সাপের মাথায়  আঘাত হানে। সাপটি রণে ভঙ্গ দিতে চেয়েছিল। কিন্তু ছাড়ার পাত্র নয় বেজিটি।  পালাতে দেখে বেজিটি  সাপটিকে মুখে তুলে নিয়ে রাস্তা থেকে সরে গিয়ে পাশের জঙ্গলে ঢুকে যায় বেজিটি।

ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার ডক্টর আব্দুল কায়ুম। ক্যাপশনে লিখেছেন, ‘এটা স্বাভাবিক ঘটনা। দুই প্রাণীকে রক্ষার জন্য কেউ এগিয়ে না আসায় আমি সন্তুষ্ট। এটাই প্রকৃতির নিয়ম-যোগ্যতমের উদবর্তন।’

ভিডিওটি তিনি ১৮ অগাস্ট শেয়ার করেছিলেন। তারপর থেকে ভিডিওটির প্রচুর ভিউ হয়েছে। সেইসঙ্গে লাইক ও রিট্যুইট তো রয়েইছে। নেটিজেনরা তাঁদের মন্তব্যও জানাতে ভোলেননি।