নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি। ওই দিন ছুটি ঘোষণা করেছে একাধিক রাজ্যের সরকারও। তারই মধ্যে এবার মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও, কর্মীদের জন্য ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করল। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের সর্বত্র রিলায়্যান্সের যত সংখ্যক কর্মী রয়েছেন, ২২ জানুয়ারি ছুটি সকলের। (Reliance Industries)


রিলায়্যান্স জানিয়েছে, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে, ঐতিহাসিক ওই মুহূর্তে সকলে যাতে সক্রিয় ভাবে অংশ নিতে পারেন, তার জন্যই ওই দিন ছুটি দেওয়া হচ্ছে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্ধদিবসের ছুটি ঘোষণা হয়েছে আগেই। রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে বিমা সংস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এমনকি গ্রামীণ ব্যাঙ্কগুলিতেও অর্ধদিবসের ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। গত ১৮ জানুয়ারি ওই ঘোষণা হয়। তার পরই সংস্থার কর্মীদের জন্য ছুটি ঘোষণা করল রিলায়্যান্স। (Ram Mandir Consecration Day)


শুক্রবার মহারাষ্ট্র সরকারের তরফেও ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নিয়ন্ত্রণে থাকে অর্থনৈতিক সংস্থাগুলিও ২২ জানুয়ারি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। RBI-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়, “সরকারি সংস্থাগুলি (প্রাইমারি হোক বা সেকেন্ডারি) ওই দিন বন্ধ থাকবে। ওই দিন কোনও লেনদেন হবে না।” রামমন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে ন্যাশনাল স্টর এক্সচেঞ্জও (NSE). NSE-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি তাদের কাজকর্ম বন্ধ থাকবে।


আরও পড়ুন: Ram Temple Consecration: রাহুলের কেন্দ্র ওয়েনাড়ে বিশাল জাঁকজমক করে রাম মন্দিরের অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা NDA-র


কেন্দ্রের দেখাদেখি একাধিক রাজ্যও আগামী ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ত্রিপুরাও। ২২ জানুয়ারি রাজ্যে সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি দুপুর ২.৩০টে পর্যন্ত বন্ধ থাকবে। ছত্তীসগঢ়েও একই ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ওই দিন পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। মদের দোকানও বন্ধ থাকবে গোটা দিন। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, ওই দিন স্কুল বন্ধ থাকবে। সরকারি দফতর বন্ধ থাকবে দুপুর ২.৩০টে পর্যন্ত।


আগামী ২২ জানুয়ারি গোয়ায় পূর্ণদিবসের ছুটি ঘোষণা করা হয়েছে। হরিয়ানায় স্কুল, সরকারি দফতর বন্ধ থাকবে। ওই দিন মদ্যপান করা যাবে না বলেও জানিয়েছে রাজ্যের সরকার। ওড়িশা সরকার ওই দিন অর্ধদিবসের ছুটি ঘোষণা করেছে। অসম, উত্তরাখণ্ড, রাজস্থান এবং গুজরাতেও ওই দিন অর্ধদিবসের ছুটি। পুদুচ্চেরী, চণ্ডীগড়ে পূর্ণদিবসের ছুটি।