ওয়েনাড় : ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা (Ram Temple Consecration Ceremony) অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই অনুষ্ঠান ঘিরে বিশেষ পরিকল্পনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র। সংশ্লিষ্ট দিনটি কেরলের ওয়েনাড়ে বিশাল জাঁকজমক করে পালন করার উদ্যোগ নিচ্ছে তারা। এই কেন্দ্রেরই সাংসদ রাহুল গাঁধী। সংশ্লিষ্ট দিনে পাহাড় অধ্যুষিত এই জেলার রাম মন্দিরের অনুষ্ঠানে এনডিএ নেতাদের সঙ্গে যোগ দেবেন সিনিয়র বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাওড়েকর। দলীয় সূত্রের খবর, তাঁরা পোনকুঝি শ্রী রাম মন্দির থেকে অযোধ্যার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখবেন। সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপির একটি সূত্র জানিয়েছে, প্রকাশ জাওড়েকর ও স্থানীয় বিজেপি নেতারা ছাড়াও, অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের এনডিএ আহ্বায়ক তুষার ভেল্লাপল্লি।


২০১৯ সালে ওয়েনাড় কেন্দ্রে রাহুলের বিরুদ্ধে এনডিএ প্রার্থী হয়েছিলেন ভেল্লাপল্লি। তিনি কেরলে বিজেপির সঙ্গী দল ভারত ধর্ম জন সেনার নেতা। বিজেপি সূত্রে তুলে ধরা হচ্ছে, কেরলের এই মন্দিরে অনুষ্ঠান পালনের তাৎপর্য। কারণ তাদের মতে, এই এলাকা রামায়ণের সঙ্গে যুক্ত। এদিকে রাহুলের কেন্দ্রে অনুষ্ঠানের আযোজন করার উদ্দেশ্য, দেশজুড়ে কংগ্রেস দল ও তাদের নেতৃত্বকে বার্তা পাঠানো। কারণ, কংগ্রেসের তরফে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে। 


অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ণ পাঠ। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 


মন্দিরে অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি, প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠার মূল কাজ করবেন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বাধীন একদল পুরোহিত।


এই পরিস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে একাধিক নিয়ম-নীতি মেনে চলছেন প্রধানমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, মেঝেতে একটি চাদর বিছিয়ে ঘুমাচ্ছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র ডাবের জল পান করছেন। 


এদিকে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।