নয়াদিল্লি: ভারতে ফের জঙ্গি হানার আশঙ্কা। লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের পার্কিং লটের পাশে জোরালো বিস্ফোরণ হয়। পরপর আটটা গাড়িতে আগুন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। সূত্রের খবর, প্রায় ১৫ জনকে এলএনজেপি হাসপাতালে আনা হয়েছিল, তার মধ্য়ে আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্য়ে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই মুহূর্তে রাজধানীজুড়ে হাই অ্যালার্ট। মুম্বইয়েও হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। জানা গিয়েছে, সন্ধে ৬.৫৫ থেকে ৭টার মধ্যে লাল কেল্লার কাছে বিস্ফোরণ হয়।

Continues below advertisement

স্থানীয়দের সূত্রে খবর, প্রথমে ১টি গাড়িতে আগুন লাগে, এরপরে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ৩টি গাড়িতে। বিস্ফোরণে আগুন লেগে যায় গাড়িতেঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকিদের অবস্থাও গুরুতর। এই মুহূর্তে যতটুকু জানা গিয়েছে যে শুধুমাত্র একটি হাসপাতালেই ১৫ জনকে নিয়ে যাওয়া হয়েছিল। আর তার মধ্যেই আটজনের মৃত্যু হয়। ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ পৌঁছেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে এই বিস্ফোরণটি ঘটে। কীভাবে বিস্ফোরণ হয় নিয়েও এখনও ধোঁয়াশা। এই ঘটনার ফলে রাজধানীর সর্বত্র শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর কোথাও কোনও বিস্ফোরক আছে কি না তা খুঁজে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়ে, এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি দোকানের জানলার কাচ ভেঙে যায়তীব্রতার জেরে ঘরবাড়ি প্রায় কেঁপে ওঠে।

Continues below advertisement

এদিকে, এদিনই উত্তরপ্রদেশের চিকিৎসক আদিলহরিয়ানার চিকিৎসক মুজাম্মিল গ্রেফতার করা হয়েছিলজইশ ই মহম্মদ ও আনসার গজবাতুল হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আইইডি তৈরির জন্য ২৯০০ কিলো সামগ্রী সহ বাজেয়াপ্ত করা হয়েছিল বিস্ফোরক ও কেমিক্যাল। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে অপারেশনে সামিল উত্তরপ্রদেশহরিয়ানার পুলিশ। অনন্তনাগে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসক ডঃ আদিলের লকারে ২টি AK ফর্টি সেভেন! ওই হাসপাতালের আরও ১ চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক মিলেছে। দিল্লির কাছে চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ