প্রকাশ সিনহা ও সন্দীপ সরকার, কলকাতা : আজ রাত কিংবা কাল সকালের মধ্যেই জামিনে মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ? নিম্ন আদালতে ৮জনের বয়ান রেকর্ড শেষ। আজই পার্থর বেলবন্ড জমা। তারপরেই জেলে রিলিজ অর্ডার পৌঁছে যাবে। এই মুহূর্তে আর এন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল থেকে জামিন সংক্রান্ত নথি এলে কালকের মধ্যে মুক্তির সম্ভাবনা রয়েছে তাঁর।
বিস্তারিত...
সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, শর্ত ছিল, সিবিআইয়ের দেওয়া একটা তালিকা, যেখানে ৮ জনের নাম ছিল, তাঁদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বেলবন্ড জমা দিতে পারবেন। সেই ৮ জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া আজ শেষ হল। ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা গিয়ে বেলবন্ড জমা দেবেন। ইতিমধ্যে সিবিআইয়ের বিশেষ আদালতের অর্ডারের কপি এসিজেএম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বেলবন্ড জমা পড়বে। বেলবন্ড জমা পড়ার পরেই রিলিজ অর্ডার বেরিয়ে যাবে।
অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায় আজ রাতের মধ্যেই বা আগামীকাল ছাড়া পাচ্ছেন অফিসিয়ালি। জামিন আগেই পেয়েছিলেন। রিলিজ অর্ডার পৌঁছে যাবে প্রেসিডেন্সি জেলে। সেই রিলিজ অর্ডার বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় ভর্তি আছেন। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় নিজের বাড়ি যেতে পারেন। অর্থাৎ, প্রায় ৩ বছর পর প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিয়োগ দুর্নীতি মামলায় আজ রাতের মধ্যেই ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেলবন্ড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী ২০২ দিন ধরে আর এন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন। ২০২৫ সালের ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।রেচনতন্ত্রে সংক্রমণ ছিল তাঁর। পরে অপারেশন হয় হৃদযন্ত্রের। কিডনির সংক্রমণের চিকিৎসা হয় ও ছানি অপারেশন হয় বলে হাসপাতাল সূত্রে খবর। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। জামিন সংক্রান্ত নথি জেল থেকে এলে, কাল হাসপাতাল থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, টানা প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্য গয়না। ২০২৪ সালের পয়লা অক্টোবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, তাঁকে 'শোন অ্যারেস্ট' দেখিয়েছিল CBI।