নয়া দিল্লি: দিল্লিতে সন্ত্রাসী বিস্ফোরণের পরও কাটছে না আতঙ্ক। এবার জম্মু-কাশ্মীরে জঙ্গি-অনুপ্রবেশ নিয়ে বড়সড় পর্দাফাঁস! সূত্রের খবর, শীতকালে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে একাধিক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি। দিল্লির মতোই সুইসাইড বম্বিংয়ের পরিকল্পনা।
সূত্রের খবর, দিল্লির মতোই আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছে। মুভিং ভেহিকল IED ব্যবহার করতে পারে জঙ্গিরা। এক্ষেত্রেও, পড়াশোনা করা যুবকদের সুইসাইড বম্বার বানানোর প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর।
দিল্লি বিস্ফোরণের পর ফের একবার 'হোয়াইট কলার' মডিউল ব্যবহার করতে পারে জঙ্গিরা বলে সূত্রের খবর।
এর আগে দিল্লির বিস্ফোরণের তদন্তে ১২টি স্য়ুটকেস উদ্ধারের পর প্রশ্ন উঠছে, তবে কি স্যুটকেস বোমায় বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের? সেই আটের দশক থেকে, একাধিক নাশকতার ঘটনায় বারবার এই অস্ত্র ব্যবহার করেছে জঙ্গিরা। ১৯৯৩ সালে মুম্বইয়ের সিরিয়াল ব্লাস্টেও গাড়ি বোমার পাশাপাশি কাজে লাগানো হয়েছিল স্যুটকেস বোমা। সেই পুরনো অস্ত্রই কি এখন নতুন রূপে জঙ্গিদের হাতে ফিরে এসেছে?
কীভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি-চিকিৎসক মডিউল-এর সদস্যরা? এখানেই উঠে আসছে 'সেশন' ও 'সিগনাল' নামে জোড়া অ্যাপের কথা।সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, 'সিগনাল' অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জইশ-এ-মহম্মদের 'ফিদায়েঁ মডিউল'।
উঠে আসছে 'সেশন' ও 'সিগনাল' নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, 'সিগনাল' অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জইশ-এ-মহম্মদের 'ফিদায়েঁ মডিউল'। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমর সহ ধৃত চিকিৎসক মুজাম্মিল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদ-রা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফ্ফর রাথের। যে এই মুহূর্তে পলাতক।
প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন-হামলার ছক কষেছিল চিকিৎসক-জঙ্গিরা! দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। গোয়েন্দা সূত্রে খবর, NIA-এর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক।