মুম্বই: মুম্বইগামী (Mumbai) জয়পুর (Jaipur) এক্সপ্রেসে (Express Train) গুলি (Shoot), নিহত (Death) ৪। চলন্ত ট্রেনে গুলির জেরে আতঙ্ক। বাতানুকূল বি-ফাইভ কামরায় গুলি চলার খবর। মহারাষ্ট্রের পালঘরের কাছে চলন্ত ট্রেনে গুলি। ১ এএসআই তিলক রাম ও ৩ যাত্রীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু।                                                                                                                                  


ট্রেনে থাকা আরপিএফ কনস্টেবল চেতনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এএসআই বনাম কনস্টেবল ঝগড়ার জেরে গুলি। 


ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলি চালানো অভিযুক্ত কনস্টেবলকে মিরা রোডের কাছে ধরা হয়েছে। ওই কনস্টেবল মানসিক চাপে ভুগছিলেন বলে জানা গেছে। 


ওয়েস্টার্ন রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, "পালঘর স্টেশন অতিক্রম করার পর একটি চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে একজন আরপিএফ কনস্টেবল গুলি চালায়। তিনি একজন আরপিএফ এএসআই এবং অন্য তিন যাত্রীকে গুলি করেন। তারপর তিনি দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে নেমে যান। অস্ত্রসহ আটক করা হয়েছে তাঁকে।”


জানান হয়েছে, ভোর ৫.২৩ মিনিটে জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৯৫৬-এর বি৫ কোচে গুলি চালানো হয়। এই ট্রেনটি জয়পুর জংশন থেকে ২টো নাগাদ ছাড়ে এবং ০৬:৫৫-এ মুম্বাই সেন্ট্রাল পৌঁছয়। দুর্ঘটনায় প্রাণ হারানো এএসআইয়ের নাম টিকা রাম। 


আরও পড়ুন, বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা


বলা হচ্ছে, ট্রেনে দুই সেনা চেতন ও তিলক রামের মধ্যে মারামারি হয়। তার সিনিয়রের সঙ্গে ঝগড়ার পর গুলি করে চেতন। গোলাগুলির কারণে ট্রেনে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় কয়েকজন যাত্রী আহত হন। সূত্রের খবর, বদলির জেরে রেগে গিয়েছিলেন চেতন। এর পাশাপাশি পারিবারিক টানাপোড়েনেও ছিলেন তিনি। মৃতদের মৃতদেহ বোরিভালিতে নামিয়ে ট্রেনকে এগিয়ে পাঠানো হয়েছে।