BHU Recruitment 2023: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএইচইউ (BHU) বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির আওতাধীন একাধিক কলেজে শিক্ষক-শিক্ষিকা (Teaching Post) পদে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ ৩১ জুলাই শেষ হতে চলেছে। এখনও যাঁরা আবেদন জমা দেননি তাঁরা bhu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। এক্ষেত্রে রয়েছে মোট ৩০৭টি শূন্যপদ। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন তাঁরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির আওতায় থাকা বিভিন্ন কলেজ, ইন্সটিটিউটের ফ্যাকাল্টিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।


কোথায় কত শূন্যপদ


প্রফেসর বা অধ্যাপকের জন্য রয়েছে ৮৫টি শূন্যপদ। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য রয়েছে ১৩৩টি শূন্যপদ। আর অ্যাসিসট্যান্ট প্রফেসরের জন্য রয়েছে ৮৯টি শূন্যপদ। 


অ্যাপ্লিকেশন ফি


General Category, EWS, OBC- এই ক্যাটেগরির প্রার্থীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে যা রিফান্ডেবল নয়, অর্থাৎ টাকা ফেরত পাবেন না আবেদনকারীরা। অনলাইন পেমেন্ট মোডে টাকা জমা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা, রূপান্তরকামী এবং PwBD- দের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। 


কীভাবে আবেদন করবেন



  • bhu.ac.in প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।

  • হোমপেজে থাকবে Recruitments ট্যাব, সেখানে ক্লিক করতে হবে।

  • এরপর ক্লিক করতে হবে Rolling Advt. No. 01-13/2023-2024 (Teaching posts) for different Institutes/Faculties - এই অপশনে।

  • এবার রেজিস্টার করে তারপর অ্যাপ্লিকেশন পাওয়া যাবে।

  • ভাল করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।

  • নিজের সুবিধার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট করে রাখতে পারলে ভাল। 


ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ IPPB- তে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া


ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ অগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। IPPB- র অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন প্রার্থীরা। অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন বা আলোচনা এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে ১৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২১ থেকে ৩৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবেই আবেদন করা যাবে। 



Education Loan Information:

Calculate Education Loan EMI