মুম্বই: মুম্বইয়ের মেরিন লাইন্সের ফরচুন হোটেলে ভয়ঙ্কর আগুন। ওই হোটেলে বসবাসরত ৩০ জন করোনা চিকিৎসক অল্পের জন্য বেঁচেছেন। এঁরা সকলে স্থানীয় জেজে হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন। হাসপাতালের কাছাকাছি রাখার জন্য এঁদের তোলা হয়েছিল মেরিন লাইন্সের ধোবি এলাকার এই ফরচুন হোটেলে।
গতকাল গভীর রাতে ফরচুন হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগে, ছড়িয়ে যায় চতুর্থ তলা পর্যন্ত। প্রচণ্ড ধোঁয়ায় হোটেলের বাসিন্দারা কিছু দেখতে পাচ্ছিলেন না। চিকিৎসকরা ছাড়াও এখানে ছিলেন কোয়ারান্টাইনে থাকা কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ থেকে ১২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। চিকিৎসকদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় ট্রাইডেন্ট হোটেলে।
জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলে লাগে এই আগুন। হোটেলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। অথচ এই হোটেলেই তোলা হয়েছিল অতজন করোনা চিকিৎসক ও কোয়ারান্টাইনে থাকা মানুষদের।
মুম্বইয়ের মেরিন লাইন্স এলাকায় হোটেলে আগুন, এক চুলের জন্য বাঁচলেন ৩০ জন চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2020 07:35 AM (IST)
জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলে লাগে এই আগুন। হোটেলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। অথচ এই হোটেলেই তোলা হয়েছিল অতজন করোনা চিকিৎসক ও কোয়ারান্টাইনে থাকা মানুষদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -