মুম্বই : মর্মান্তিক । ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে ৫ যাত্রীর মৃত্যুর আশঙ্কা ! খবর অনুযায়ী, ১০ থেকে ১২ জন যাত্রী ট্রেন থেকে পড়ে গিয়েছেন। মহারাষ্ট্রের থানের কাসাড়া এলাকা থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে যাচ্ছিল ট্রেনটি। আধিকারিকরা মনে করছেন, কামরায় অতিরিক্ত যাত্রী উঠে পড়াই ভিড়ের চাপাচাপিতে অনেকে ট্রেন থেকে পড়ে গিয়েছেন। দরজা ঝুলেই ট্রেনে যাচ্ছিলেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

এই ঘটনার পর বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রেল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, মুম্বই সাবআর্বানের জন্য যেসব রেক এখন তৈরি করা হচ্ছে সেগুলিতে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধের ব্যবস্থা রাখা হবে। এর পাশাপাশি এখন যেসব রেক রয়েছে, সেগুলির নতুন করে ডিজাইন করা হবে এবং দরজা বন্ধের কোনো ব্যবস্থা রাখা হবে।

 

লোকাল ট্রেনে ভিড়ের ঘটনা নিত্যদিনের সমস্যা। তা সে মুম্বই হোক বা এ রাজ্য। নিত্যদিন অফিস বা অন্যান্য জরুরি কাজে ট্রেন জার্নি করা সাধারণ মানুষকে অত্যধিক ভিড়ের কবলে পড়তে হয়। যার জেরে মাঝেমধ্যেই ঘটে যায় নানারকম বিপদ। তবে, এবার মহারাষ্ট্রের ঘটনা ভীষণই মর্মান্তিক।

দিনকয়েক আগে এরাজ্যে ঘটে গেছে মর্মান্তিক একটি ঘটনা। ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে যাত্রীকে মারধরের অভিযোগ ওঠে। বিরাটি স্টেশনে মারধরে গুরুতর জখম বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যুও হয়। অভিযোগ, তাকে মারধর করে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

গত ৩১ মে ঘটনার সূত্রপাত। ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে শুরু হয় বচসা। আর সেই বচসা থেকে এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। বিরাটি স্টেশনে ট্রেন থামতেই গোপাল দাস নামে ওই যুবককে বেধড়ক মারা হয়। অভিযোগ এরপর রেল ওভারব্রিজ থেকে তাঁকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিরাটির বাসিন্দা ওই যুবকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছে বারাসাত জিআরপি। স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। নিহত যুবকের স্ত্রী বলেন, "নৃশংসভাবে ওঁকে মেরেছে। কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়। আমার বয়স্ক বাবা মা। দেখার মতো আর কেউ নেই। ওঁ একাই ছিল। তাঁকে কেড়ে নিল। আমরা চাই অপরাধীর শাস্তি হোক। আমি ফাঁসি দাবি করছি।''

সবিস্তারে আসছে...