মুম্বই: জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল বিশ্নোইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশ। অভিনেতা সলমন খানে বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আনমোল। এই মুহূর্তে আমেরিকায় রয়েছে সে। সেখান থেকে তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। (Salman Khan House Firing)


সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে মহারাষ্ট্রের বিশেষ আদালতের তরফে আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আপাতত নথিপত্র সাজানোর প্রক্রিয়া চলছে। এর পর সরকারি ভাবে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে আনমোলকে প্রত্যর্পণের। আনমোলের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্নার নোটিস জারি হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। (Anmol Bishnoi)


পুলিশ সূত্রে খবর, আনমোসল কানাডায় রয়েছে বলে এতদিন মনে করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি আমেরিকা যে সতর্কবার্তা পাঠায়, তাতে আনমোল সেখানে রয়েছে বলে জানা যায়। এর পরই তাকে প্রত্যর্পণে উদ্যোগী হয় মুম্বই পুলিশ। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আনমোলকে গত মাসে 'মোস্ট ওয়ান্টেড' তালিকার অন্তর্ভুক্ত করে। তার গ্রেফতারির জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ধোষণা করা হয়। 


২০২২ সালে পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর বিশ্নোই গ্যাং খবরের শিরোনামে উঠে আসে। এলাপাথাড়ি গুলিতে এই বিশ্নোই গ্যাং-ই সিধুকে ঝাঁঝরা করে দেয় বলে জানা যায়। এর পর লাগাতার সলমনকে হুমকি দিয়ে আসছিল তারা। গুজরাতের সবরমতী জেল থেকে টেলিভিশনে সাক্ষাৎকার পর্যন্ত দেয় লরেন্স। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনের প্রতি পুষে রাখা রাগের কথা জানায়। 


এর পর লাগাতার প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন সলমন। কখনও উড়ো চিঠিতে, কখনও ইমেলে হুমকিবার্তা আসতে শুরু করে। মুক্তিপণ বাবদ মোটা টাকাও দাবি করা হয়। সেই আবহেই কয়েক মাস আগে, মুম্বইয়ের বান্দ্রায় সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে কয়েক রাউন্ড গুলি চলে। সেই রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, সলমন-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হন সম্প্রতি। বিশ্নোই গ্যাং বাবা সিদ্দিকিকে খুনের দায়স্বীকার করে। সলমনের পাশে দাঁড়ালে, বাকিদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেয়।


সলমনের বাড়ির বাইরে গুলি চলার ঘটনায় লরেন্স, আনমোল এবং কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম জড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আততায়ীদের উৎসাহ জোগাতে ন'মিনিটের ভাষণও দেয় আনমোল। সলমনকে খুন করতে সফল হলে, ইতিহাস রচনা করা যাবে বলে দাবি করে সে। চার্জশিটেও এর উল্লেখ করেছে পুলিশ। বাবা সিদ্দিকি খুনেও তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, বছর দুয়েক আগে থেকে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্নোই গ্যাং অল্পবয়সি ছেলেমেয়েদের নিয়োগ করতে শুরু করে বলেও খবর।