মুম্বই: বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে অটোতেই ব্যাগ ভর্তি টাকা ফেলে গিয়েছিলেন ৬০ বছরের লক্ষ্মী গোভদা। শনিবার ওই ঘটনা ঘটার পরই ভকোলা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। ২ লক্ষ টাকা ভর্তি বৃদ্ধার ব্যাগ খুঁজে পেয়ে এবং তা প্রাপকের হাতে তুলে দিতে মুম্বই পুলিশ সময় নিল মাত্র ২৪ ঘণ্টা। শনিবার খোয়া যাওয়া ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ মিলল রবিবারই। ঘটনা মুম্বইয়ের।
লক্ষ্মী গোভদার বাড়ি মুম্বই শহরতলির সান্তাক্রুজ এলাকায়। গত সপ্তাহে ছেলের সঙ্গে বেঙ্গালুরু গিয়েছিলেন লক্ষ্মী। শনিবার বাড়ি ফেরেন। আর ফেরার সময়ই হারিয়ে ফেলেন ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ। পুলিশকে জানাতেই ২৪ ঘণ্টার মধ্যে টাকা সহ ব্যাগ ফেরত পেলেন তিনি।
ভকোলা থানার ইনস্পেক্টর কৈলাস আওহাদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তাঁরা তদন্তে নামেন। খতিয়ে দেখায় হয় সান্তাক্রুজ এলাকার একাধিক সিসিটিভি-র ফুটেজ। কিন্তু কোনও ভাবেই অটোর খোঁজ না পাওয়ায় তাঁরা দ্বারস্থ হন রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের (আরটিও)। সেখান থেকে অটো মালিক গজধর বনধকে খুঁজে ব্যাগ উদ্ধার করে পুলিশ। তারপরই লক্ষ্মীর হাতে সেই ব্যাগ তুলে দেওয়া হয়। প্রথমে গজধরকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।