কাঁকিনাড়া: রাস্তায় জঞ্জাল ফেললেই বা়ড়িতে পৌঁছে যাবে রিটার্ন গিফট। অন্ধ্রের উপকূলীয় শহর কাঁকিনাড়ার মিউনিসিপ্যাল অথরিটি মানুষকে সচেতন করতে রিটার্ন গিফট চালু করছে। রিটার্ন গিফটের বাক্সে থাকছে জঞ্জাল।


অনে্কেই বাড়িকে জঞ্জাল মুক্ত করতে তা রাস্তায় ফেলে দেন। রাস্তায় ছড়িয়েছিটিয়ে খাকলে বা নিজের বাড়ির বাইরে জঞ্জাল জমে থাকলে সে সব নিয়ে মাথা ঘামান না তাঁরা। এ ভাবে রাস্তাঘাট নোংরা করার জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করলেও বেশিরভাগ ক্ষেত্রে লাভ হয়নি কোনও। অন্ধ্রের উপকূলীয় শহর কাঁকিনাড়া তাই এক অভিনব উদ্যোগ নিয়েছে। মিউনিসিপ্যাল অথরিটি ঠিক করেছে, রাস্তায় কেউ জঞ্জাল ফেললেই রিটার্ন গিফট হিসেবে সেটাই তাদের দরজায় রেখে আসা হবে। এই উদ্যোগ কাঁকিনাড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার স্বপ্নীল দিনকার পুন্ডকারের মস্তিস্কপ্রসূত। তিনি জানিয়েছেন, শহরকে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে ৯০০ সাফাই কর্মী মোতায়েন করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জনগণের সচেনতার অভাবে শহরকে সম্পূর্ণ পরিস্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। অনেকেই রাস্তায় ময়লা জমা করছেন বা বাড়ির থেকে যে কোনও জায়গায় ফেলে দিচ্ছেন। এ সব বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।