ঢাকা: মুদিখানার দোকানদারের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুনের মামলা (Murder case) দায়ের হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (former Bangladesh Prime Minister Sheikh Hasina) সহ সাতজনের বিরুদ্ধে।
গত ১৯ জুলাই একজন মুদিখানার মালিক আবু সায়েদের পুলিশের গুলিতে মৃত্যু হয়। সূত্রের খবর ১৯ তারিখই আবু সায়েদের মৃতদেহ উদ্ধার হয় ঢাকার মহম্মদপুর এলাকা থেকে। তাঁকে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আর ৬ জনের নামে মামলার নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটব আদালতের বিচারক রাজেশ চৌধুরী।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর এই প্রথম তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হল এই ঘটনার মধ্যে দিয়ে। খুনের মামলায় অন্য ৬ জন অভিযুক্ত হলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশেক প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন, প্রাক্তন ডিবি প্রধান হারুন ওর রশিদ, প্রাক্তন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপি-র প্রাক্তন জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগটি দায়ের করেছেন মৃত আবু সায়েদের একজন শুভাকাঙ্খী ও মহম্মদপুরের বাসিন্দা আমির হামজা শাতিল।
নিজের অভিযোগে আমির হামজা জানিয়েছেন, গত ১৯ জুলাই বিকেল চারটে নাগাদ পুলিশ যখন সংরক্ষণ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিল সেই সময় আচমকা গুলি লেগে মৃত্যু হয় আবু সায়েদের। যিনি কোনওভাবেই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেননি। তা সত্ত্বেও বিনা দোষে তাঁকে পুলিশের গুলির শিকার হতে হয়।
অভিযোগকারী আমির আরও জানিয়েছে যে মৃত আবু সায়েদের পরিবার বাংলাদেশের পঞ্চগড় জেলার বোডা উপজেলার বাসিন্দা। তাদের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থ নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।