Mobile Recharge Plan: জিও, এয়ারটেল কিংবা ভোডাফোনের রিচার্জ প্ল্যানের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্ত গ্রাহকদের। তবে বাজারে গ্রাহকদের স্বস্তি দিতে কম খরচে অনেক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত (BSNL Recharge Plan) টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএল। যে টেলিকম অপারেটরের (Mobile Recharge Plan) কথা মানুষ প্রায় ভুলতে বসেছিল, এই মূল্যবৃদ্ধির বাজারে সেই সংস্থাই গ্রাহকদের ত্রাতা হয়ে উঠল যেন।


বিএসএনএলে বহু মানুষ এই কয়েক মাসে মোবাইল নম্বর পোর্ট করিয়েছেন। এখনও পর্যন্ত এই সংস্থা ৪জি ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। তবে কথা চলছে কিছুদিনের মধ্যেই দেশে ৫জি পরিষেবা শুরু করবে বিএসএনএল। এই সংস্থার এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে ৬০ দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে এবং নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই প্ল্যানের খরচ আবার ১০০ টাকারও কম। কী সেই প্ল্যান, দেখে নিন একনজরে।


১০০ টাকার কমে বিএসএনএলের অনেকগুলি ভাল ভাল প্ল্যান রয়েছে যেগুলিতে প্রচুর সুবিধে পাওয়া যায়। প্রথমেই উল্লেখ করতে হয় ৯১ টাকার প্ল্যানের কথা। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৬০ দিনের ভ্যালিডিটি। নিজেদের রিচার্জের বৈধতা বাড়াতে চাইছেন যারা, তাদের জন্য এই প্ল্যানটি কাজে দেবে। এই রিচার্জ প্ল্যানে ১৫ পয়সা প্রতি মিনিট হারে ভয়েস কলের জন্য চার্জ কাটবে এবং ১২ পয়সা প্রতি ১ এমবির ইন্টারনেটের জন্য টাকা কাটবে।


১০০ টাকার কমে বিএসএনএলের আরও অনেকগুলি প্ল্যান আছে। ৮৭ টাকার, ৮৮ টাকার, ৯৪ টাকার, ৯৭ টাকার, ৯৮ টাকার এবং ৯৯ টাকার। একেকটির একেক রকম ফিচার্স। ৮৭ টাকার রিচার্জে আপনি পাবেন ১৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কল ও ১ জিবি প্রতিদিন হারে ইন্টারনেট। ৮৮ টাকার রিচার্জ প্ল্যান আপনাকে দেবে ৩০ দিনের ভ্যালিডিটি। এক্ষেত্রে অফ-নেট কলের চার্জ কাটবে ৩০ পয়সা প্রতি মিনিট হারে। ৯৪ টাকার রিচার্জের ভ্যালিডিটিও ৩০ দিনের। এক্ষেত্রে ২০০ মিনিটের ফ্রি ভয়েস কল পাবেন। ৯৮ টাকার প্যাকটি শুধুমাত্র ইন্টারনেট দেবে ১৮ দিনের জন্য ২ জিবি প্রতিদিন হারে। সবশেষে ৯৭ টাকা ও ৯৯ টাকার রিচার্জের বৈধতা থাকবে ১৫ দিন ও ১৭ দিন পর্যন্ত। এই দুইটি রিচার্জের ক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কল পাবেন আপনি।



আরও পড়ুনঃ Ola Electric: লিস্টিংয়ের পর থেকেই লম্বা দৌড়, ৩ দিনে ৫০ শতাংশ মুনাফা এই শেয়ারে