Elon Musk vs Mark Zuckerberg: কবে সম্মুখ সমরে নামতে চলেছে দুই ধনকুবের এলন মাস্ক (Elon Musk) এবং মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)- তা নিয়ে জল্পনা চলছেই। এর মধ্যেই এলন মাস্ক জানিয়েছেন, ইতালির (Italy) কোনও একটি জায়গা (Epic Location) থেকে লাইভস্ট্রিম করা হবে তাঁর এবং মার্ক জুকেরবার্গের cage fight। এলন মাস্ক এক্স (আগে যা ট্যুইটার ছিল) মাধ্যমে লিখেছেন যে তিনি ইতিমধ্যেই ইতালির প্রধামন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছেন। তাঁরা মাস্ক-জুকেরবার্গের cage fight ইতালির একটি epic location থেকে লাইভস্ট্রিম করার ব্যাপারে সহমত জানিয়েছেন। এর পাশাপাশি এলন মাস্ক জানিয়েছেন, তাঁর এবং জুকেরবার্গের সংস্থা (not UFC) এই cage fight পরিচালনা করবে। এক্স মাধ্যমের পাশাপাশি মেটা প্ল্যাটফর্মেও চালু থাকবে লাইভস্ট্রিম। ক্যামেরা ফ্রেমের সর্বত্র থাকবে প্রাচীন রোমের ছোঁয়া। আধুনিক কিছুই থাকবে না।
আক্ষরিক অর্থেই কি হবে কেজ ফাইট?
মার্ক জুকেরবার্গ এবং এলন মাস্ক খাঁচায় বন্দি থেকে ঠিক কী কী করবেন, এখন তা নিয়েই উৎসুক বিশ্ববাসী। ধনকুবেরদের মধ্যে সংঘাত যদিও নতুন নয়। জীবিত থাকাকালীন একাধিক বার বিল গেটসের সমালোচনা করেছেন স্টিভ জবস। কিন্তু দুই ধনকুবের খাঁচার মধ্যে আটকে পড়ে, পরস্পরকে লাথি, ঘুষি মারছেন, এমন আগে কখনও দেখা যায়নি। তাই উত্তেজনার পারদ লাগাতার বেড়েই চলেছে। দুই ধনকুবের কীভাবে একে অন্যের উপর পেশী শক্তির প্রদর্শন করেন, সেটাই এখন দেখার। কবে হতে চলেছে এই ইভেন্ট, ইতালির কোথা থেকে হবে লাইভস্ট্রিম, আপাতত তা নিয়ে উৎসাহের পারদ চড়ছে।
মাস্ক এবং জুকেরবার্গের মধ্যে সংঘাত যদিও নতুন নয়। প্রকাশ্যেই পরস্পরের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁদের। স্পেস এক্স রকেট, তথ্য গোপন সংক্রান্ত নীতি নিয়ে মাস্কের সমালোচনা করেছেন জুকেরবার্গ। মাস্ক ট্যুইটার দখল করার পর, তার বিকল্পও বের করেন জুকেরবার্গ। সেই নিয়ে বাগযুদ্ধ চরম আকার ধারণ করে। সেই আবহেই জুকেরবার্গকে সম্মুখ সমরে আহ্বান জানান মাস্ক। জুলাই মাসের গোড়ার দিকে ফেসবুক কর্ণধার জুকেরবার্গ মুখোমুখি লড়াইয়ে আহ্বান জানান ট্যুইটার কর্তা মাস্ক। প্রায় সঙ্গে সঙ্গেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন জুকেরবার্গ। কোথায়, কখন হাজির হতে হবে জানতে চান মাস্কের কাছে। খাঁচাবন্দি অবস্থায় দুই ধনকুবেরকে এভাবে লড়তে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তাঁদের অনুরাগীরাও। ফলে তাঁদের উৎসাহ দিতে নেমে পড়েন লক্ষ লক্ষ মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন- অবিলম্বে গুগল ক্রোম আপডেট করুন, নাহলে বিপদ, সতর্কবার্তা কেন্দ্রের, কিন্তু কেন?