দুবাই: প্লে-অফে যাওয়ার আশা বজায় রাখতে গেলে জিততেই হত। কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে কাজটা অত্যন্ত কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। খাতায়-কলমে এখনও ক্ষীণ আশা থাকলেও, বাস্তব পরিস্থিতি আলাদা। কেকেআর-এর প্লে-অফে যাওয়া এখন প্রায় অসম্ভব। এই হারের পর ১৩ ম্যাচে কেকেআর-এর পয়েন্ট ১২। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে কেকেআর। চার নম্বরে থাকা কিংস ইলেভেন পঞ্জাবের ১২ ম্যাচে পয়েন্ট ১২। ফলে সুবিধাজনক জায়গায় কে এল রাহুলের দল। অন্যদিকে, প্রথম দল হিসেবে প্লে-অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৬।

আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে কেকেআর। দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার নীতীশ রানা। মূলত তাঁর জন্যই বড় স্কোর গড়তে পারে দল।

এদিন ইনিংসের শুরুটা ভাল করেন কেকেআর-এর দুই ওপেনার শুবমান গিল (২৬) ও রানা। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৩ রান। তিন নম্বরে নামা সুনীল নারাইন (৭) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। চার নম্বরে নামা রিঙ্কু সিংহও (১১) দ্রুত ফিরে যান। তবে রানা লড়াই চালিয়ে যান। ১৬-তম ওভারে কর্ণ শর্মার বলে পরপর তিনটি ছক্কা মারেন রানা। নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ১৮-তম ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে স্যাম কারানের হাতে ধরা পড়ে যান তিনি। ৬১ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কা।

কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান করেন ১৫ রান। প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রাহুল ত্রিপাঠি ৩ রান করে অপরাজিত থাকেন।

চেন্নাইয়ের হয়ে জোড়া উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা ও কর্ণ।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সিএসকে-র ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৫৩ বলে ৭২ রান করেন। অপর ওপেনার শেন ওয়াটসন করেন ১৪ রান। তিন নম্বরে নামা অম্বাতি রায়াডু করেন ২০ বলে ৩৮ রান। তবে ধোনি ৪ বল খেলে মাত্র ১ রান করেন। সিএসকে অধিনায়ক ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল, কেকেআর হয়তো জিতে যাবে। কিন্তু ম্যাচের রং বদলে দেন রবীন্দ্র জাডেজা। তিনি ১১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। স্যাম কারান ১৩ রানে অপরাজিত থাকেন।

শেষ ওভারে জয়ের জন্য সিএসকে-র দরকার ছিল ১০ রান। বল করতে আসেন কমলেশ নাগরকোটি। তিনি প্রথম চার বলে দেন মাত্র তিন রান। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দু’টি ছক্কা মেরে সিএসকে-কে জেতান জাডেজা।