ভারতে নির্যাতিত ভাবা মুসলিমরা চলে যান, নাগরিকত্ব দিতে আইন হোক পাকিস্তানে, বললেন বিজেপি বিধায়ক
Web Desk, ABP Ananda | 13 Jan 2020 04:34 PM (IST)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) যে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশব্যাপী শোরগোল উঠেছে, সে ব্যাপারে সাইনি বলেছেন, কিছু দেশবিরোধী লোকজন, যারা ভারতকে ভালবাসে না, পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলে।
নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই এক বিজেপি বিধায়ক পাকিস্তানেও এমন কোনও আইন চালুর দাবি করলেন যাতে ‘এদেশে নিজেদের অত্যাচারিত মনে করা মুসলিমরা ওদেশের নাগরিকত্ব পান’। ইনি উত্তরপ্রদেশের খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। সিএএ-র পক্ষে সওয়াল করে সাইনে যুক্তি দেন, দেশের স্বার্থেই আনা হয়েছে এই আইন। বলেন, পাকিস্তানেও একটা আইন হওয়া উচিত যাতে এদেশে যে মুসলিমরা নিজেদের বঞ্চিত, নির্যাতিত বলে ভাবছেন, তাঁদের ওখানকার নাগরিকত্ব দেওয়া যায়। বিনিময় হোক দুতরফে। ওদেশে অত্যাচারিতরা ভারতে আসতে পারেন, আর এখানে নির্যাতিতরা পাকিস্তান চলে যেতে পারেন। কে আটকাবে? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) যে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশব্যাপী শোরগোল উঠেছে, সে ব্যাপারে সাইনি বলেছেন, কিছু দেশবিরোধী লোকজন, যারা ভারতকে ভালবাসে না, পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলে। প্রসঙ্গত, সিএএ-তে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ-এই ৩ প্রতিবেশী দেশে ধর্মীয় নির্যাতনের মুখে পালিয়ে ২০১৪র ৩১ ডিসেম্বর পর্যন্ত যে অ-মুসলিম সংখ্যালঘুরা ভারতে চলে এসেছেন, তাঁদের সহজে এ দেশের নাগরিকত্ব প্রদানের সংস্থান করা হয়েছে। কিন্তু মুসলিমদের এর আওতায় না রাখার ফলে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তুলে তাতে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা।