নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও, বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন করায় খেলা হচ্ছে না প্রবীণ তাম্বের। ৪৮ বছর বয়সি এই ক্রিকেটার আইপিএল-এর নিলামে সবচেয়ে বয়স্ক হিসেবে রেকর্ড গড়লেও, তিনি এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না। কারণ, তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে টি১০ লিগে খেলেছেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যাঁরা আইপিএল-এ খেলেন, তাঁরা অন্য কোনও লিগে খেলতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করেছেন প্রবীণ।


এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘বিসিসিআই নিয়মে স্পষ্ট বলা আছে, কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএল-এ খেললে অন্য কোনও দেশের লিগে খেলতে পারবেন না। টি১০ লিগের ড্রাফটে নিজের নাম পাঠিয়ে এবং একইসঙ্গে আইপিএল-এর সঙ্গে যুক্ত থেকে বিসিসিআই-এর নিয়ম লঙ্ঘন করেছেন প্রবীণ। ফলে তিনি আইপিএল-এ খেলতে পারবেন না।’

২০১৩ সালে ৪১ বছর বয়সে প্রথমবার আইপিএল-এ খেলেন প্রবীণ। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন। এবারের নিলামে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। কিন্তু তাঁর আর খেলা হচ্ছে না।