মুম্বই: করোনাভাইরাসের মধ্যেও রামগোপাল ভার্মার বিতর্ক তৈরির অভ্যেস গেল না। গতকাল এপ্রিলফুল করার চেষ্টা করতে গিয়ে ফের ঝামেলায় জড়িয়েছেন তিনি। রামগোপাল টুইট করেন, ডাক্তার বলেছেন, আমার করোনা হয়েছে।


এ নিয়ে টুইটারে তুমুল বকুনি খেয়ে রামগোপাল বলেন, আরে না, ওটা আমার চিকিৎসকের এপ্রিলফুল জোক ছিল। আমার দোষ না, ওঁর দোষ।


পরিস্থিতি আরও হালকা করতে ফের টুইট করেন সত্য-র পরিচালক। বলেন, আসলে আমি এখনকার এই মারাত্মক পরিস্থিতি একটু হালকা করার চেষ্টা করছি, যদি এতে কেউ আহত না হন, তবে আমি ভীষণ দুঃখিত।


করোনা নিয়ে আরও টুইট করেছেন রামু। বলেছেন, করোনা দিদিমণি আমাদের অনেক কিছু শিখিয়েছেন কিন্তু, এই ধরুন না, সোশ্যাল ডিসট্যান্সিং, শেল্টার ইন প্লেস, লকডাউন ফর ফ্ল্যাটেন দ্য কার্ভ, ইমিউনোকমপ্রোমাইজড, সেলফ আইসোলেশন, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইত্যাদি।