মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান বালাসাহেব থোরাট এক বিবৃতিতে দলবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়ে দেওয়ার পরদিনই এমন প্রতিক্রিয়া দিলেন সঞ্জয়।
গতকাল সাসপেনশনের খবরে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বিস্ময়ের সুরে বলেন, কী এমন ‘দলবিরোধী কাজকর্ম’ করেছেন যে কংগ্রেসকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হল! সঞ্জয়ের বিরুদ্ধে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অবশ্য খুশি নয় কিছুদিন ধরেই। দলের সমালোচনা করে সংবাদপত্রে নিবন্ধ লেখায় গত মাসে তাঁকে এআইসিসি মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিদ্রোহী সচিন পায়লটের তোলা ইস্যুগুলি যেভাবে কংগ্রেস মোকাবিলা করেছে, তারও সমালোচনা করে নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন তিনি। প্রসঙ্গত, সচিনকে মঙ্গলবারই রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও দলের রাজ্য শাখার সভাপতি পদ থেকে অপসারিত করেছে কংগ্রেস।