নয়াদিল্লি: অষ্টমীতে ট্রেন দুর্ঘটনা (Train Accident)। ফের একই লাইনে দুই ট্রেন। এবার মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মালগাড়ির। চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। ঘটনায় দুটি বগিতে আগুন লেগে যায়। লাইনচ্যুত হয়ে গিয়েছে ৫টি কামরা।
তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা: তামিলনাড়ুর তিরুভাল্লুরে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সিগন্যালের সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। রেল দুর্ঘটনার জেরে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পেরাম্বুর থেকে সন্ধে ৭:৪৪ নাগাদ ছাড়ে এবং রাত ৮:২৭ নাগাদ কাভারাইপেট্টাইয়ের কাছে দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেস ট্রেনটা প্রবল গতিতে ছিল। যার জেরে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, এসি ট্রেনের এসি কামরায় লাইনচ্যুত হয়ে যায়। রেলের কর্তারা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেল দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। চেন্নাই ডিভিশনের দুটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল, 04425354151, 04424354995 ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।