তিরুচিরাপল্লি : যান্ত্রিক গোলযোগ। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের হাইড্রলিক বিকল হয়ে গেল। জরুরি অবতরণের প্রস্তুতি নেয় তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর। তৈরি রাখা হয় অ্যাম্বুলেন্সও। Air India Express Flight Faces Hydraulic Failure


কী ঘটনা ?


১৪৪ জন যাত্রীকে নিয়ে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে এদিন সন্ধে ৫টে ৪০ মিনিট নাগাদ রওনা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। উড়ানের কিছু পরেই হাইড্রলিকে সমস্যা দেখা দেয়। কন্ট্রোল রুমে যোগাযোগ করা হল বিমানটিকে ফিরে আসতে বলা হয়। কিন্তু, জ্বালানি ভর্তি থাকা অবস্থায় অবতরণ করার উপদেশ না থাকায়, বিমানবন্দরেরই আশপাশে বিমানটিকে কিছুক্ষণ ওড়ান পাইলটরা। যাতে কিছু জ্বালানি শেষ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে আকাশে ঘোরাঘুরি করতে থাকে বিমানটি। শেষমেশ ৮টা ১৫ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে। ৭টা ৫০ মিনিট নাগাদ ল্যান্ডিং গিয়ারে সম্ভাব্য সমস্যার কথা জানিয়ে রিপোর্ট হয়। তার ভিত্তিতে বিমানটির জরুরি অবতরণের প্রস্তুতি নেয় তিরাচিরাপল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়। পরে অবশ্য সব আশঙ্কায় উড়িয়ে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।


ঘটনাটি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি লেখেন, "আমি নিশ্চিত হয়েছি এটা জেনে যে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার সমস্যার কথা জানতে পেরে, আমি সঙ্গে সঙ্গে আধিকারিকদের সঙ্গে ফোনে এমার্জেন্সি মিটিং সারি। নিরাপত্তামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি তাঁদের। দমকলের ইঞ্জিন মোতায়েন থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়। আমি এখনও জেলাশাসককে নির্দেশ দিয়েছি, যাত্রীদের নাগাড়ে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে। তাঁদের আর যা সহায়তা প্রয়োজন তা দিতে বলা হয়েছে। ক্যাপ্টেন ও ক্রু মেম্বারদের প্রশংসা জানাই।"