বাঁকুড়া: বাঁকুড়ায় দ্বারকেশ্বরের ঘাট থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ। কীভাবে মৃত্যু হল তরুণ ব্যবসায়ীর? মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক জল্পনা। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মৃত ব্যবসায়ীর নাম রাজীব দেওঘরিয়া। বছর ২৫-এর তরুণ ব্যবসায়ীর বাড়ি বাঁকুড়া সদরের এক্তেশ্বরে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যবসায়ীর মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। দ্বারকেশ্বর নদের ঘাট থেকে উদ্ধার হয় মৃতদেহ। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। মোবাইল ফোনও বন্ধ ছিল। ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
মৃত ব্যবসায়ীর দাদা সঞ্জয় দেওঘরিয়া বলেন, রাতে ভাইকে ফোনে পাইনি। ফোন বন্ধ ছিল। আমাদের ধারণা দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে কেউ বা কারা খুন করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য।
তৃণমূল নেতা আলোককুমার সিন্হা বলেন, এলাকায় বেশ কয়েকটি মদের ভাটি রয়েছে। সেকারণেই সমস্যা হচ্ছে। আর এই বিষয়টি খুনই করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে কীভাবে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে। এদিকে ব্যবসায়ীর রহস্যমৃত্যুর তদন্তে ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুর। মৃত ব্যবসায়ীর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাঁকুড়ায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, খুন দাবি পরিবারের, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2020 07:06 PM (IST)
মৃত ব্যবসায়ীর নাম রাজীব দেওঘরিয়া। বছর ২৫-এর তরুণ ব্যবসায়ীর বাড়ি বাঁকুড়া সদরের এক্তেশ্বরে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যবসায়ীর মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। দ্বারকেশ্বর নদের ঘাট থেকে উদ্ধার হয় মৃতদেহ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -