হায়দরাবাদ: শারীরিক অবস্থা স্থিতিশীল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের। রক্তচাপজনিত সমস্যা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তচাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা।

শনিবার হায়দরাবাদে অ্যাপলো হাসপাতাল জানিয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। আগের থেকে অনেকটাই সুস্থ আন্ধা কানুন অভিনেতা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লাডপ্রেসারে ব্যাপক ওঠা-নামা সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। চিকিৎসকরা জানান, অভিনেতার সব রিপোর্ট হাতে এসেছে। ভয়ের কিছু নেই। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। এদিন বিকেলের পর ফের তাঁকে দেখবেনে চিকিৎসকরা। কবে অভিনেতাকে ছুটি দেওয়া হবে সে সম্পর্কেও সিদ্ধান্ত নেবেন তাঁরা।

করোনা আবহে গত ১৪ ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু করেছেন রজনীকান্ত। কোভিড মেনেই শ্যুটিং শুরু করেন তিনি। যদিও কয়েকদিন আগে 'অন্নাত্থে'-র সেটে আট জনের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে।

গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা টেস্ট কর হয়। ওই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তারপর থেকেই তিনি নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন। তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু রক্তচাপের ওঠা-নামা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ ওঠানামা ও ক্লান্তির জন্য তাঁকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৫ সালে কে বালাচন্দরের অপূর্ব রাগাঙ্গালের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ রজনীকান্তের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি। পুরষ্কার পেয়েছেন অনেক। তাঁর ঝুলিতে আছে পদ্ম ভূষণ থেকে পদ্মবিভূষণ। পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরষ্কার।