নিউ ইয়র্ক: চিন ও কিউবায় যে মার্কিন কূটনীতিকরা কাজ করেন তাঁরা বারবার অদ্ভুতভাবে মাথায় চোট পাচ্ছেন। ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস এ নিয়ে গবেষণা করে জানিয়েছে, এই চোটের সঙ্গে সম্ভবত মাইক্রোওয়েভ এনার্জির সম্পর্ক রয়েছে।


২০১৬-র শেষে কিউবার হাভানায় মার্কিন দূতাবাসের কর্মীরা জানান, কিছু অস্বাভাবিক লক্ষণের মুখোমুখি হয়েছেন তাঁরা, অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে আচমকা কানফাটা শব্দ থেকে। এর বছরখানেক পর চিনের গুয়াংঝু প্রদেশের এক মার্কিন কূটনীতিকের এমনই পরিস্থিতি হয়, হঠাৎ শুরু হয় মাথাব্যথা, সঙ্গে স্মৃতিভ্রংশ। কিন্তু এমআরআই করেও কিছু ধরা পড়েনি। এরপরই মার্কিন বিদেশ মন্ত্রক ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসকে বিষয়টি তদন্ত করতে বলে। তারা রিপোর্টে বলছ, এই লক্ষণগুলি সম্ভবত রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি হামলার সঙ্গে যুক্ত। কোনও বিশেষ রাসায়নিকের সংস্পর্শে আসায় বা সংক্রামক রোগের ফলে অথবা বিপদসঙ্কুল পরিবেশে মানসিক চাপের জেরে অনেকের যে মস্তিষ্কজনিত সমস্যা হয় তার লক্ষণ অনেকটা এরকম। বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই, রাসায়নিক ও সংক্রামক রোগের হামলাও সম্ভবত কারণ নয়।

এখন এই কূটনীতিকদের ইচ্ছাকৃতভাবে মাইক্রোওয়েভ এনার্জির সংস্পর্শে আনা হয়েছে কিনা পরিষ্কার নয়। তবে ষড়যন্ত্র করে এ সবের ব্যবহার বিচিত্র নয় বলেই রিপোর্টে বলা হয়েছে।