কলকাতা: আগামীকাল, নবান্ন অভিযান বিজেপির। এর মধ্যেই করোনা আবহে জীবাণুমুক্ত করার জন্য বন্ধ কাল ও পরশু বন্ধ থাকছে নবান্ন। অফিসার ও কর্মচারীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


মণীশ শুক্লার খুনের ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। তৃণমূল-বিজেপি তরজার পারদ সপ্তমে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। আর বৃহস্পতিবারই স্যানিটাইজেনশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।


বিজেপি অবশ্য বুধবার শেষলগ্নেও জোরকদমে নবান্ন অভিযানের প্রস্তুতি চালাচ্ছে।