প্রদ্যোৎ সরকার, নাকাশিপাড়া(নদিয়া) : ১০০ দিনের কাজে দুর্নীতি, টাকা তছরূপের অভিযোগ। নদিয়ার নাকাশিপাড়ার বিজেপি নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


তিন বছর আগে তিনি ছিলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেই সময় তাঁর বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতি, টাকা তছরূপ-সহ একাধিক অভিযোগ ওঠে। ঘটনার তিন বছরের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আর এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে জোর তরজা।


২০১৮ সালে নদিয়ার নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতি, টাকা তছরূপ সহ একাধিক অভিযোগ ওঠে। গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ২২ জনের নামে তত্‍কালীন বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়। সেই তালিকায় ছিল পঞ্চায়েতের কর্মী, আধিকারিক, ঠিকাদার সংস্থার কর্মী সহ একাধিক ব্যক্তির নাম। ৩ বছর আগের সেই ঘটনায় বুধবার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, বাকি ২১ জন অধরা।


নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা ও প্রাক্তন প্রধান রামচন্দ্র সরকার বলেন, ২০১৮ সালের এনআরইজিএ টাকা বেনিফিসিয়ারির টাকা ব্যাংক থেকে লেনদেন করতে গিয়ে অন্য লোকের হয়ে গিয়েছে। সেটা প্রধানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ২২ জনের নামে অভিযোগ আছে। আজকে আমাকে ডেকে এনে গ্রেফতার করে। অন্যায় ভাবে গ্রেফতার করেছে।


বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের দলীয় নেতাকে। বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নেতা রামচন্দ্র সরকারকে ফাঁসানো হয়েছে। রামদা 2018 তে মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তৃণমূল বারবার ওই পঞ্চায়েতে অনাস্থার আনার পরেও রাম সরকারকে ফেলতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাম সরকারকে গ্রেফতার করা হল।


নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রাই বলেন, রামচন্দ্র সরকার যেহেতু প্রধান ছিলেন সমস্ত দায়ভার তাঁর। তাঁর নাম সেখানে লিপিবদ্ধ হয়েছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অনেকেই যুক্ত আছে । সরকারি অফিসার, সুপারভাইজার সহ অনেকে।


এদিকে নাকাশিপাড়ার বর্তমান বিডিও জানিয়েছেন, তত্‍কালীন বিডিওর কাছে যে অভিযোগ জমা পড়ে, তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারই প্রেক্ষিতে গ্রেফতার।