নদিয়া: কৃষি সমবায় ব্যাঙ্কে নতুন সদস্য পদ দাবি করে ম্যানেজারকে হুমকি। মোবাইল ফোনে সেই ছবি তোলায় ব্যাঙ্ক কর্মীকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নদিয়ার ধানতলার চাপড়ার ঘটনা। নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ব্যাঙ্ক পরিষেবা। ৬ দিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় গ্রাহকরা। উল্টে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার।
অভিযোগ, গত বুধবার দলবল নিয়ে চাপড়া-ধানতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে চড়াও হন রানাঘাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। ব্যাঙ্কে নতুন সদস্য পদ দাবি করে ওই তৃণমূল নেতা ম্যানেজারকে হুমকি দেন। মোবাইল ফোনে সেই ছবি তোলায়, এক ব্যাঙ্ক কর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ছবি ধরা পড়ে ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায়। ব্যাঙ্কের তরফে ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।