মুম্বই: বড় ছেলে মিমো বা মহাক্ষয় চক্রবর্তী বলিউডে কিছু করতে পারেননি। এবার আসছেন নামাশি, মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে। ব্যাড বয় ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। ছবি মুক্তির আগে তিনি জাানালেন তাঁর বাবা সম্পর্কে নানা কথা।


আমির খান, সলমন খানদের আগে যখন গোবিন্দা, অনিল কপূররা বলিউডে ছিলেন, তখন সেখানে ছিল মিঠুন চক্রবর্তীর রাজত্ব। তাঁর বেশিরভাগ ছবি হত অল্প বাজেটের, শ্যুটিং চলত উটিতে, তাঁর নিজস্ব জমিতে। সেগুলোই হত দারুণ হিট। কিন্তু বলিউডের নাক উঁচু শ্রেণি গুরুত্ব দিতে নারাজ ছিল মিঠুনের ছবিকে, তাদের মতে, সে সব ছিল একেবারে গরিবগুর্বো নীচুতলার মানুষের ছবি। এ নিয়ে প্রশ্ন করলে নামাশি বলেছেন, আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ ছিলেন না, তিনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, আমার ঠাকুর্দা একেবারে সাধারণ মানুষ ছিলেন। আমার বাবা সংবাদ মাধ্যমকে বলতে পারেননি তাঁর সম্পর্কে ভাল ভাল কথা লিখতে। ছবির জগতেও তাঁর তেমন মেলামেশা ছিল না। তিনি আজ যা হয়েছেন, সবটাই নিজের কঠোর পরিশ্রমের সুবাদে।

নামাশি বলেছেন, মিডিয়া বেছে বেছে কাউকে ওপরে তোলে, কাউকে নামায়। তাঁর বাবা কখনও নিজের স্বার্থসিদ্ধির জন্য কাউকে খোশামোদ করেননি। অন্য সব অভিনেতার মতই তিনি ভাল মন্দ মিশিয়ে ছবি করেছেন। কিন্তু যেভাবে বলিউডের কেউ না এমন এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে ৩৬০টি ছবিতে কাজ করেছেন, ৪০ বছর ধরে অভিনয় করেছেন, তাতে নেতিবাচক কথায় তাঁর কিছু এসে যাবে না।

নামাশির প্রথম ছবি ব্যাড বয় পরিচালনা করেছেন দেশের অন্যতম সেরা পরিচালক রাজকুমার সন্তোষী, যিনি ঘায়ল, আন্দাজ আপনা আপনা, দামিনী, খাকি, দ্য লিজেন্ড অফ ভগৎ সিংহ-র মত ছবি করেছেন।