নয়াদিল্লি: উপলক্ষ ছিল ৭২ তম জন্মদিন। নামিবিয়া (Namibia) থেকে গ্বালিয়ারের কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল আটটি চিতা (Cheetah)। তবে এদিন সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানান হয়েছে, এই আটটি চিতার মধ্যে একটির আজ মৃত্যু হয়েছে। 


জানা গিয়েছে মৃত চিতাটির নাম সাশা। জানুয়ারি মাসেই চিকিৎসকেরা জানিয়েছিলেন সাশা গুরুতর অসুস্থ। কিডনির সমস্যায় ভুগছিল সে। পরবর্তীতে শরীরে জলের ঘাটতি জনিত সমস্যা বা ডিহাইড্রেশনেও ভুগছিল, এমনটাই বলা হয়েছিল।                                                                                       


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, ১৭ সেপ্টেম্বর চিতাগুলি ভারতে এসে পৌঁছয়। নিজেহাতে প্রধানমন্ত্রীই সেগুলিকে মুক্ত করেছিলেন। এই মুহূর্তে ওই চিতাগুলিকে ৬ বর্গ কিলোমিটার বিস্তৃত বিশেষ এনক্লোজারে রাখা হয়েছিল প্রথমে। পরে তা অরণ্যে ছাড়া হয়। 






বলা হয়েছিল, ভারতকে ফের চিতার বাসযোগ্য করে তুলতেই এমন পদক্ষেপ কেন্দ্রের। ১৯৪৭ সালে তৎকালীন শেষ চিতাটির মৃত্যু হয় ভারতে। এর পর ১৯৫২ সালে চিতাকে দেশের মধ্যে বিলুপ্ত প্রাণী বলে ঘোষণা করা হয়। এর পর, বছর তিনেক আগে ফের ভারতকে চিতার বাসযোগ্য করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র।                                           


আরও পড়ুন, অবিলম্বে বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে, পাঠানো হল নোটিস


সেই মতো গতবছর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম দফায় ১২টি চিতা আনা হয়, যা কিনা পৃথিবীর মধ্যে প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তরণ প্রকল্প ছিল। ২০২০ সালে সুপ্রিম কোর্টও এর পক্ষেই রায় দিয়েছিল। পরীক্ষামূলক ভাবে দেশের কিছু জায়গায় আফ্রিকা থেকে আনা চিতা রাখার অনুমতি দেওয়া হয়। নামিবিয়া, দক্ষিণ আফ্রিকাই নয় শুধু, আফ্রিকার অন্য দেশ তেকেও চিতা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। চিতার বংশবিস্তারের জন্য প্রাথমিক পর্যায়ে পাঁচ বছরে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।