নয়াদিল্লি: চাঁদের মাটি ছোঁয়ার গৌরব গাথা রচনা করেছে ভারত। কিন্তু চন্দ্রযান-৩ অভিযান ঘিরে রাজনৈতিক তরজা চরমে। চন্দ্রযান-৩ যেখানে চাঁদের মাটি স্পর্শ করেছে, সেই জায়গার নাম 'শিবশক্তি পয়েন্ট' রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়েও বাগযুদ্ধ শুরু হয়েছে। চাঁদের মাটি ছোঁয়ার অর্থ তার উপর দখলদারি কায়েম নয় বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রশিদ আলভি। চন্দ্রপৃষ্ঠের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পাল্টা চন্দ্রযান-১ যেখানে ভেঙে পড়েছিল, সেই জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখার কথা স্মরণ করিয়ে, পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় BJP. (Chandrayaan 3 Landing)
একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণক্ষেত্রের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন রশিদ। তিনি বলেন, "গোটা পৃথিবী আমাদের দেখে হাসবে। আমরা চাঁদের মাটি ছুঁয়েছি, অত্যন্ত খুশির খবর। আমরা সকলেই গর্ব বোধ করছি। সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু না আমরা চাঁদের মালিক, না কোনও পয়েন্টের।" (ISRO)
এর পাল্টা চন্দ্রযান-১ যেখানে ভেঙে পড়েছিল, সেই জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখার কথা স্মরণ করিয়ে দেন BJP মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা। কংগ্রেসের অবস্থান হিন্দুত্ব বিরোধী বলে অভিযোগ করেন তিনি। শেহজাদ বলেন, "শিবশক্তি এবং তেরঙ্গা, দু'টি নামেরই যোগসূত্র রয়েছে এই দেশের সঙ্গে। এতে হাসির কি আছে? পরিবার-প্রথম নীতি নিয়ে চলে কংগ্রেস। বিক্রম ল্যান্ডারের নামকরণও হয়েছে বিক্রম সারাভাইয়ের নামে।"
এর উত্তরে রশিদ বলেন, "জওহরলাল নেহরুর সঙ্গে অন্যের তুলনা চলে না। এই সবকিছু প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মোদিজি সবের রাজনৈতিকীকরণ ঘটাচ্ছেন।" উল্লেখ্য, ২০০৮ সালে চাঁদের বুকে ভেঙে পড়ে চন্দ্রযান-১। যেখানে ভেঙে পড়ে ভারতীয় মহাকাশযানটি, ওই জায়গার নামকরণ হয় 'জওহর পয়েন্ট', দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম ভারতীয় মহাকাশ গবেষণাগারের প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরুর নামে। সেই নিয়েই কটাক্ষ করেছে BJP.
তবে সেখানেই থামেননি শেহজাদ। আরও একধাপ এগিয়ে তিনি দাবি করেন, এখন যদি কংগ্রেসের সরকার থাকত, কখনওই চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩ মহাকাশযান পাঠাত না তারা। আর পাঠালেও, পয়েন্টের নাম রাখা হতো, 'ইন্দিরা পয়েন্ট' এবং 'রাজীব পয়েন্ট'। যদিও চন্দ্রযান-১ বেঙে পড়ার জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখা নিয়ে অন্য যুক্তিও রয়েছে। ১৪ নভেম্বর ভেঙে পড়ে চন্দ্রযান-১য ওই দিন নেহরুর জন্মদিন। সেই কারণেই ওই নাম রাখা হয় বলে জানানো হয় সেই সময়ই।