বেঙ্গালুরু: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই ১৭ জনের দলে কেএল রাহুল (KL Rahul) থাকলেও, নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন চোট পেয়েছেন। তবে শুরুর দিকে ম্যাচগুলিতে তিনি নাও খেলতে পারেন। তবে রাহুলের সাম্প্রতিক ফিটনেস রিপোর্ট কিন্তু বেশ ইতিবাচকই। 


শ্রীলঙ্কায় যাওয়ার আগে বর্তমানে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দল অনুশীলন সারছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেই অনুশীলন শিবিরে রাহুল কোনও সমস্যা ছাড়াই ভালভাবেই ব্যাট করছেন। এই অনুশীলন শিবিরেই ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি তাঁদের ফিটনেস পরীক্ষাও করা হয়। সেই ইয়ো ইয়ো টেস্টে রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিল। তাঁর ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৮.৭। সেখানে কোহলি নিজেই জানিয়েছিলেন ইয়ো ইয়ো টেস্টে তিনি ১৭.২ স্কোর করেছেন।


খবর অনুযায়ী, ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রিকেটারই প্রয়োজনীয় ১৬.৫ সীমা পার করতে সক্ষম হয়েছেন। তবে শোনা যাচ্ছে কেএল রাহুল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ সদস্য) নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এক বিসিসিআই সূত্র জানান, 'কোনও খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল তাঁর শেষ ম্যাচ খেলার সময় যা ছিল, তার থেকে বর্তমানে অনেকটাই ভিন্ন হতে পারে। শেষ কয়েক সপ্তাহ ফিটনেস নিয়ে খেলোয়াড়রা কতটা খেটেছেন, তার উপরই সবটা নির্ভর করে। এখনও পর্যন্ত গিলই সর্বাধিক ১৮.৭ স্কোর করেছেন। সিংহভাগ খেলোয়াড়রা ১৬.৫ থেকে ১৮-র মধ্যেই স্কোর করেছেন।'


সেই সূত্রের তরফেই জানানো হয় যে খেলোয়াড়রা দুই সিরিজের মধ্যে বিরতি নিলে বা অনেকটা ব্যবধান থাকলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিটনেস পরীক্ষা করা হয়। 'যদি খেলোয়াড়দের দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান থাকে, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও ভারতীয় ম্যানেজমেন্টের তরফে সমস্তরকম প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। ' বলেন সেই সূত্র। 




প্রসঙ্গত, ৩০ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হলেও, টিম ইন্ডিয়া ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের ভাল পারফর্ম করাটা যে কোনও দলেরই যে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে, সেই নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কলকাতা লিগে আর না খেলার সিদ্ধান্ত, কী বললেন মোহনবাগান সচিব?