আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। সারা পৃথিবী থেকে আসছে শুভেচ্ছা বার্তা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট থেকে ইজরায়েলের রাষ্ট্রপ্রধানও। এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ভারতের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শুভেচ্ছাবার্তায়। সঙ্গে পোস্ট করেছেন একত্রে তোলা একটি নিজস্বীও। 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে  X-এ পোস্ট করেন। মেলোনি লেখেন,  তাঁর শক্তি, সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহুজনের অনুপ্রেরণার উৎস।  দুজনের একটি সেলফি পোস্ট করে তিনি লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী @narendramodi-কে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা। তাঁর শক্তি, তাঁর দৃঢ় সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অনুপ্রেরণার উৎস। বন্ধুত্ব এবং শ্রদ্ধার সঙ্গে আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করি যাতে তিনি ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারেন এবং আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারেন।" 

এর আগেও বিভিন্ন সময় নরেন্দ্র মোদির প্রশংসা করতে শোনা গিয়েছে জর্জিয়া মেলোনিকে। বিভিন্ন সময় তিনি নিজস্বী পোস্ট করেছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজেই তৈরি করেছেন হ্যাশট্যাগ #Melodi।  

রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, আপনি দারুণ কাজ করছেন। X হ্যান্ডলে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীও। ট্রাম্পকে ‘বন্ধু‘ সম্বোধন করে নরেন্দ্র মোদি লিখেছেন, আপনার ফোন কল এবং ৭৫ তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার মতো আমিও প্রতিশ্রুতিবদ্ধ।                    

প্রধানমন্ত্রী মোদিকে "বন্ধু" বলে অভিহিত করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেছেন, ভারতের সঙ্গে সুদৃঢ় বন্ধন থাকায় তিনি গর্বিত । সেই সঙ্গে  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দেশে ভারতীয় সম্প্রদায়ের অসাধারণ অবদানের প্রশংসা করেছেন।