নয়া দিল্লি: এবিপি নিউজকে (ABP News) দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাত্কারে ছেলেবেলার বেশ কিছু স্মৃতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শৈশবে তাঁর সাথে ঘটে যাওয়া একটি 'খারাপ লাগার' গল্পও সাক্ষাৎকারে বলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন 'আমার নিত্যদিনের জীবনে অপমান সহ্য করে চলেছি'। প্রধানমন্ত্রীর কথায়, "কেউ আমাকে কটূ কথা বললে আমি অবাক হই না এখন, কারণ আমরা ছোটবেলা থেকেই এসব দেখেছি এবং সহ্য করেছি।" 


এবিপি নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী মোদি বলেন, 'কটূ কথা আর অপমান আমাদের ভাগ্যে লেখা আছে। এটা আমার কাছে নতুন নয়, কেউ আমাকে গালি দিলে আমি অবাক হই না, কারণ আমি ছোটবেলা থেকে এভাবেই বেঁচে আছি। তাই আমি ধরে নিয়েছি যে আমি এটা আমায় সহ্য করতে হবে।' 






ছোটবেলায় চড়ও খেয়েছিলেন মোদি? 


শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে আমি যখন ছোটবেলায় কাপ এবং প্লেট ধুতাম, সেই সময় চায়ের দোকানের মালিকও আমাকে ধমক দিতেন এবং জিজ্ঞাসা করতেন আমি কেন এমন করছেন? চা ঠান্ডা হলে আমাকে চড়ও মারতেন। আমি আমার ছোটবেলায় এই সব সহ্য করেছি, তাই আমার কোন অভিযোগ নেই।


আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি


সাক্ষাৎকারে আর কী বললেন মোদি?


ছেলেবেলার স্মৃতির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন যে সংবিধানের চেতনাকে সম্মান করা উচিত, কারণ সংবিধান যখন তৈরি হয়েছিল, তখন সর্বসম্মতভাবে ধারণা তৈরি হয়েছিল যে আমরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিতে পারি না। কিন্তু আজ কংগ্রেস ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চায়, যা সংবিধানের অবমাননা।                                                                          


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে