প্রয়াগরাজ : যমুনার পাড়ে ব্যাটল ট্রাইডেন্টের দিন  গঙ্গাস্নান প্রধানমন্ত্রীর। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভোট হচ্ছে এক দিনে। সকাল সাতটা থেকে চলছে ভোটগ্রহণ।  আর এদিনই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন নরেন্দ্র মোদি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রয়াগের মহাকুম্ভ সফর সারলেন প্রধানমন্ত্রী।  বুধবার সকাল সকাল প্রয়াগে পৌঁছে যান তিনি।


লাল কার্পেট বিছনো পথে মোদিকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  মহাকুম্ভ চলায় পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজে এখন অসংখ্য ভক্তের জমায়েত রয়েছে।  সেইমতো প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল । প্রয়াগ পৌঁছে প্রথমেই নৌকায় চড়ে যমুনায় চলে যান নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। এরপর প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী। 


একের পর এক বিপর্যয় দেখেছে এবারের মহাকুম্ভ। প্রয়াগরাজে তাঁবুতে আগুন থেকে মৌনি অমাবস্যায় পদদলিত হওয়ার ঘটনা। বসন্ত পঞ্চমীও দুর্ঘটনামুক্ত ছিল না। গ্যাস বেলুনে আগুন ধরে ঝলসে যায় ৬ পুণ্যার্থী। একের পর এক দুর্ঘটনার পর স্বাভাবিক ভাবেই বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে উত্তরপ্রদেশের যোগী সরকার। এই আবহেই মহাকুম্ভে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে জলযানে ঘুরে দেখলেন ত্রিবেণী সঙ্গম এলাকা। তারপর পুণ্যসলিলে ডোবালেন মাথা। মন্ত্রোচ্চারণ করে করলেন স্নান। করজোরে প্রণাম জানালেন মহাকুম্ভে আগত লক্ষ লক্ষ মানুষকে।    


বুধবার দিল্লিতে ভোট। আর এদিনই ত্রিবেণী-স্নান করলেন প্রধানমন্ত্রী । বিরোধীদের অনেকেই এই দুয়ের মধ্যে সংযোগ খোঁজার চেষ্টা করছেন। তবে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ভোটের সঙ্গে এর কোনও যোগ নেই। কন্যাকুমারীতে ধ্যানই হোক বা কেদারনাথের গুহায় যোগ, যে কোনও শুভ কার্য সম্পাদনের ক্ষেত্রেই নরেন্দ্র মোদি তিথি-নক্ষত্র-তারিখ দেখে নেন বলেই শোনা যায় মোদি-ঘনিষ্ঠ মহলে। রাম মন্দিরের উদ্বোধন থেকে লোকসভা  নির্বাচনের আগে মনোনয়ন পেশ , ভাল তিথি ও ক্ষণ দেখে-বেছেই করেন তিনি। সাধু সন্ন্যাসীদের সঙ্গও তাঁর বিশেষ পছন্দ বলেই দেখা গিয়েছে আগেও। মোদি সরকারের বিভিন্ন অনুষ্ঠানে  আমন্ত্রণ পেয়েছেন সাধু সন্ন্যাসীরা। অনেকেই বলছেন,  হিন্দু ধর্মে মাঘ অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিনটিকে ভীষ্ম অষ্টমীও বলা হয়ে থাকে। সেই কারণেও এদিনটিকে বেছে নিয়ে থাকতে পারেন পুণ্যস্নানের জন্য।                    


আরও পড়ুন : গলায় রুদ্রাক্ষ, গৈরিক বসন, মহাকুম্ভ স্নানের জন্য কেন আজকের দিনটিই বাছলেন মোদি?