কলকাতা : পাখির চোখ ২০২৬। এসআইআর শুনানি পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা বের হলেই বেজে যাবে বিধানসভা যুদ্ধের পাঞ্চজন্য। তার আগে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহেরপুরে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'য় যোগ দেবেন তিনি। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সারা দিন ঠাসা কর্মসূচি। একাধিক প্রকল্পের উদ্বোধন, জনসভা। পার্টি কর্মীদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসবেন কিনা , তা এখনও জানা যায়নি নির্দিষ্ট করে। তবে ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভার বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ, অবশ্যই এসআইআর। 

Continues below advertisement

প্রধানমন্ত্রী বিমানবন্দর  থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন তিনি। তাহেরপুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হবে। পাশাপাশিই বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকাল থেকে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি।

এদিকে, মোদির সফরের আগে নদিয়ার চাকদায় পড়ে 'গো ব্যাক মোদি' ফ্লেক্স। চাকদায় ১২ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের উপর জাতীয় সড়কজুড়ে দেখা যায় মোদি-বিরোধী পোস্টার ও ফ্লেক্স। SIR-এ ৫ লক্ষ মতুয়াদের নাম কেন বাদ গেল, সেই প্রশ্ন তুলে দেওয়া হয় পোস্টার। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাকে 'নাগরিকত্ব হরণের সভা' বলেও কটাক্ষ করা হয় সেই পোস্টারে। এই পোস্টার ছিঁড়ে প্রতিবাদ করেন এক বিজেপি নেতা। 

Continues below advertisement

নরেন্দ্র মোদির রানাঘাটের সভার দিকে অবশ্য় শুধু মতুয়া নয়, তাকিয়ে রয়েছে সকলেই। কারণ, এই কয়েকমাস গেলেই এ রাজ্যে বিধানসভা ভোট। আর রানাঘাটের সভা থেকেই নরেন্দ্র মোদি সেই যুদ্ধের বিউগল পুরোপুরি বাজিয়ে দেবেন বলে মনে করছেন সকলে।