কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় দিল্লির ৩ মতিলাল নেহরু মার্গে তাঁর বাসভবনে। 


আজ সকালে সেখানে পৌঁছন নরেন্দ্র মোদি, অমিত শাহ। আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। মনমোহন সিংয়ের মৃতদেহ আগামীকাল সকালে কংগ্রেস সদর দফতরে আনা হবে। ১০টার পরে রাজঘাটের কাছে শেষকৃত্য হতে পারে। 


প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মনমোহন সিংহর মৃত্যুতে কর্নাটকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে কর্নাটকে। আগামিকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।


আরও পড়ুন, 'প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর পাঁচ বছর বৈঠকে কোনও কথা বলেননি মনমোহন'! কারণ জানালেন TMC সাংসদ


এদিন প্রাক্তনকে স্মরণ করেছেন বর্তমান। মোদি এদিন বলেন, 'দেশের আর্থিক সঙ্কটের সময় দিশা দেখিয়েছেন মনমোহন সিংহ। দেশের উন্নতিতে মনমোহনের অবদান দেশ মনে রাখবে। মনমোহন সিংহর সততা, নম্রতা, উদারতা সবাইকে প্রেরণা যোগাবে। সরকারি বহু শীর্ষপদে থাকার পরেও তিনি তাঁর ভিত্তিকে ভোলেননি। যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন মনমোহন সিংহর সঙ্গে খোলা মনে বহু কথা হত। দেশবাসীর তরফ থেকে মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাই'। 


প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি বলেন, 'ডঃ মনমোহন সিংহজি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন ছিলেন যিনি পাণ্ডিত্য ও প্রশাসনে সমান স্বাচ্ছন্দ্য ছিলেন। সরকারি দফতরে বিভিন্ন ভূমিকায় ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। জাতির প্রতি সেবা, নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং নম্রতার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে