নয়া দিল্লি: গত বছর গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের অন্য নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পান ভারতের প্রধানমন্ত্রী। ৭৮ শতাশ মানুষ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে পছন্দ করেছেন।
প্রজাতন্ত্র দিবসের আগে কুচকাওয়াজে অংশ নেওয়া এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক, আদিবাসী অতিথি এবং ট্যাবলো শিল্পীদের সঙ্গে দেখা করে কথা বলেন। সেখানে উপস্থিত ওড়িশা থেকে আগত এক ক্যাডেট প্রধানমন্ত্রীকে জানান কীভাবে সাফল্যকে দেখে থাকেন মোদি। এই প্রশ্নের উত্তরে মোদি বলেন, 'ব্যর্থতা কখনই গ্রহণ করা উচিত নয়। যারা ব্যর্থতাকে গ্রহণ করে এবং ব্যর্থতার আশ্রয় নেয় তারা কখনও সাফল্য পায় না। কিন্তু যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারা উচ্চতায় পৌঁছায়। আর সেই কারণেই কখনও ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়, ব্যর্থতা থেকে শেখার আবেগ থাকা উচিত।'
২০২৪-এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স অনুগামীর সংখ্যার বিচারে তাঁর ধারেকাছে নেই বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারাও।
এর আগে ২০২৪-সালে মার্কিন ডেটা ইন্টেজিলেন্স সংস্থা 'মর্নিং কনসাল্ট'-র সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবথেকে গ্রহণযোগ্য নেতার তালিকার শীর্ষে মোদী আছেন। তাঁর ধারেকাছেও নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরাও। মোদীর পর দ্বিতীয় স্থানে যে রাষ্ট্রনেতা আছেন, তাঁর 'অ্যাপ্রুভাল রেটিং' ভারতের প্রধানমন্ত্রীর থেকে ১৩ শতাংশ কম বলে ওই সমীক্ষায় উঠে এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে