নয়াদিল্লি: পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে পালিয়ে আসা শরণার্থীদের কাছে নরেন্দ্র মোদি কার্যত ভগবান। এমনই বললেন শিবরাজ সিংহ চৌহান। ইন্দোরে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সভার আয়োজন করেছিল। সেখানে হাজির সিন্ধি ও পঞ্জাবি সম্প্রদায়ের লোকজনের সামনে শিবরাজকে বলতে শোনা যায়, ঈশ্বর আপনাদের জীবন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদিজী আপনাদের নতুন জীবন, মানমর্যাদা দিয়েছেন। নরেন্দ্র মোদি, আপনি ভগবানের চেয়ে কম কীসে, কথাটা ঠিক নয়? রবিবারের সভায় পাকিস্তান থেকে আসা অত্যাচারিত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দিতে সংশোধিত নাগরিকত্ব আইন আনায় প্রধানমন্ত্রীকে ভগবানের পাশে বসিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথম সারির এই বিজেপি নেতা। বলেছেন, নরেন্দ্র মোদি ইনকে লিয়ে ভগবান বন করে আয়ে হ্যায় জো প্রতারিত ঔর নরক কী জিন্দগি জি রহে থে। ভগবান নে জীবন দিয়া, মা নে জনম দিয়া, লেকিন নরেন্দ্র মোদিজি নে ফির সে জিন্দগি দি হ্যায়।
পাকিস্তান থেকে প্রাণ হাতে নিয়ে চলে আসা মহিলা, মেয়েদের দু্র্দশা উল্লেখ করে শিবরাজ জানান, সেদেশে ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, নারী ধর্ষণ হয়, অনেককে মেয়ের জোর করে ধর্মবদল করে বিয়ে দেওয়া হয়, বিয়ে করতে রাজি না হলে কোনও কোনও মেয়েকে হত্যা পর্যন্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি জেলা কালেক্টরকে এই উদ্বাস্তুদের বিরুদ্ধে, ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছিলেন বলে জানান শিবরাজ।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে, কেন কিছু লোক তার বিরোধিতা করছেন। বলেন, অভিনন্দন করুন নরেন্দ্র মোদির, বন্দনা করুন অমিত শাহজির।
সভায় বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডা বলেন, রাহুল গাঁধী ইতিহাস পড়েছেন বলে আমার মনে হয় না কেননা তিনি দেশভাগে ক্ষতিগ্রস্ত মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন না। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে কংগ্রেসকে দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন নড্ডা।