কটক: মহম্মদ শামিকে দেখে ম্যালকম মার্শালের কথা মনে পড়ছে! কথাটা আলাদা মাত্রা পেয়ে যায়, যদি তা বলে থাকেন সুনীল গাওস্কর। মার্শাল-সহ স্বর্ণযুগের ক্যারিবিয়ান পেস বোলিংয়ের বিরুদ্ধে যাঁর ব্যাটিং ক্রিকেট রূপকথায় জায়গা করে নিয়েছে।
রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে-র মাঝে গাওস্কর জানিয়েছেন যে, শামির বোলিং তাঁকে মার্শালকে মনে করায়। গাওস্কর বলেছেন, মার্শালের কথা ভাবলে এখনও তাঁর ঘুম ভেঙে যায়। ২০১৯ সালে ৪২টি উইকেট পেয়েছেন শামি। যা বিশ্বের সমস্ত বোলারদের মধ্যে সেরা। ২৮ বছরের বঙ্গ পেসারকে নিয়ে উচ্ছ্বসিত গাওস্কর। বলেছেন, ‘ওকে দেখলে আমার ম্যালকম মার্শালের কথা মনে পড়ে যায়। সেই মার্শাল, যার কথা ভাবলে আমার এখনও ঘুম উবে যায়।’
গাওস্কর যোগ করেছেন, ‘শামি যখন রান আপ ধরে দৌড় শুরু করে, স্পাইডার ক্যামেরায় যখন সেটা দেখায়, দারুণ দৃশ্য সেটা। যেন মনে হয় চিতাবাঘ শিকার ধরতে বেরিয়েছে।’ ভারতীয় পেস বোলিংয়ে নতুন দিগন্ত রচনা করার জন্য কপিল দেবকেও কৃতিত্ব দিয়েছেন গাওস্কর।
শামিকে দেখে মার্শালের বোলিং মনে পড়ছে, দরাজ সার্টিফিকেট গাওস্করের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2019 11:55 PM (IST)
২০১৯ সালে ৪২টি উইকেট পেয়েছেন শামি। যা বিশ্বের সমস্ত বোলারদের মধ্যে সেরা। ২৮ বছরের বঙ্গ পেসারকে নিয়ে উচ্ছ্বসিত গাওস্কর।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -